দেউলটিতে সর্ম্পক যাত্রা

Spread the love

নিজস্ব প্রতিনিধি,হাওড়া নিউজ ২৪, বাগনান- ১৯২৩ সালে হাওড়া জেলার বাগনানের দেউলটির সামতাবেড় গ্রামের গোবিন্দপুরে বড়দি অনিলাদেবীর বাড়িতে বেড়াতে এসেছিলেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সেই সময় রূপনারায়ণের তীরে গ্রাম্য পরিবেশ মন টেনেছিল অমর কথাশিল্পীর। পরবর্তী সময়ে সামতাবেড় গ্রামে নিজের বাড়ি তৈরী করে শেষ জীবনের ১২টি বছর  এই বাড়িতে কাটিয়েছিলেন অমর কথাশিল্পী।

আর ১৯২৩ সালে সামতাবেড় গ্রামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম পদাপর্নের শতবর্ষ স্মরণে শুক্রবার শরৎমেলা পরিচালন সমিতির উদ্যোগে সর্ম্পক যাত্রার আয়োজন করা হল। এদিন এই সর্ম্পক যাত্রা অমর কথাশিল্পীর বড়দি অনিলাদেবীর বাড়ির নিকট থেকে শুরু হয়ে শরৎবাবুর বাসভবন হয়ে শরৎ মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এদিনের এই যাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫১ তম শরৎ মেলা কমিটির প্রধান উপদেষ্ট তথা আমতার বিধায়ক সুকান্ত পাল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *