স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মজয়ন্তী
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া – বৃহস্পতিবার সারা রাজ্যের পাশাপাশি হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন প্রান্তে শ্রদ্ধার সঙ্গে পালিত হল বীর সন্নাসী স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মজয়ন্তী। এদিন উলুবেড়িয়া পুরসভার উদ্যেগে বিবেকানন্দ শিশু উদ্যানে স্বামীজির জন্মদিন পালন করা হয়। এখানে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানান রাজ্যের পূর্ত এবং জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, পুরসভার জল দপ্তরের মেয়র ইন কাউন্সিল আকবর শেখ, সমাজসেবী গৌতম বোস সহ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।
অন্যদিকে এদিন উলুবেড়িয়ার বড় আমশা গ্রামবাসীদের উদ্যেগে বড় আমশা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন পালন করা হয়। এখানে স্বামীজিকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি নাচ,গান, আবৃত্তি, কুইজ ও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এদিন আমতা কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যেগে বিবেক চেতনা যাত্রার আয়োজন করা হয়। এই বিবেক চেতনা যাত্রা আমতা বিধানসভার ঝিখিরা রথতলা থেকে জয়পুর মোড় পর্যন্ত যায়। বিবেক যাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায়, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হাসিবুর রহমান, হাওড়া জেলা পরিষদের সদস্য রমেশ পাল সহ অন্যান্যরা।