আমতায় জল প্রকল্পের কাজের সূচনা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- ২০২৩ সালের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌছে দেওয়া হবে। আর সেই লক্ষ্যে আমতা ২ নং ব্লকের ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের সাঁউড়িয়া পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজের সূচনা হল বুধবার। এদিন বিকালে সাউড়িয়ায় এই কাজের সূচনা করেন আমতার বিধায়ক সুকান্ত পাল। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর সূত্রে খবর এই জল প্রকল্পে ব্যায় হবে আনুমানিক ৪ কোটি ৬৯ লক্ষ টাকা। প্রকল্পে ১৭.৩০ কিলোমিটার পাইপ লাইন পাতার পাশাপাশি ২টি সুগভীর নলকূপ খনন করা হবে। এছাড়াও ২ লক্ষ লিটার জলধারন ক্ষমতা সম্পন্ন সুউচ্চ জলাধার নির্মাণ করা হবে।
বিধায়ক সুকান্ত পাল জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় এবং জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়ের উদ্যোগে এই প্রকল্প তৈরী হচ্ছে। প্রকল্পের কাজ শেষ হলে ঝামটিয়অ গ্রাম পঞ্চায়েতের সাঁউড়িয়া ও কামারগোড়িয়া মৌজার ১ হাজার ৪১৭ টি পরিবার উপকৃত হবেন বলে জানান বিধায়ক সুকান্ত পাল।