বাগনানে দিদির সুরক্ষা কবচ কর্মসূচীর সূচনা

Spread the love

নিজস্ব প্রতিনিধি,হাওড়া নিউজ ২৪, বাগনান- ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি, উলুধ্বনী পুস্প বৃষ্টির মধ্যে দিয়ে দিদির সুরক্ষা কবচের কর্মসূচি শুরু হল বাগনানের হিজলক গ্রামের শিবতলায়। এদিন কর্মসূচী উপলক্ষ্যে বিধায়ক অরুনাভ সেন সকাল ১০টা নাগাদ শিবতলা এলাকায় আসেন। প্রথমে তিনি স্থানীয় শিব মন্দিরে পুজো দেন। পরে দলীয় নেতা কর্মীদের নিয়ে  এলাকার বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের সূযোগ পাওয়া নিয়েও মানুষের সঙ্গে কথা বলেন।

শিবতলায় বেশ কিছুক্ষন কাটিয়ে এরপর অরুনাভ সেন টেপুর গ্রামে যান। সেখানে টেপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। দুপুরে  গ্রামের মানুষদের সঙ্গে মধ্যাহ্ন ভোজন করেন। পরে বিকালে বাগনানের রথতলা মাঠে দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন। এদিন বিধায়ক বলেন বুধবার হাওড়া গ্রামীণ জেলার ৫টি বিধানসভা এলাকায় আজ থেকে এই কর্মসূচী শুরু হয়েছে। আগামী দুইমাস দিদির দূতেরা বাগনানের ১৩টি গ্রাম পঞ্চায়েতের ২৫২ টি বুথের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলবেন এবং তাদের দিদির সুরক্ষা কবচ সর্ম্পকে অবহিত করবেন। এদিন বিধায়কের সঙ্গে গ্রামে যান বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস, ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সেন সহ অন্যানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *