ঝাড়খন্ডের অভিনেত্রী খুনে ধৃতদের আরোও দুইদিন পুলিশ হেফাজত
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িলা- ঝাড়খন্ডের অভিনেত্রী রিয়া কুমারী ওরফে ইশা আলিয়া খুনের ঘটনায় ধৃত প্রকাশ কুমার ও সন্দীপ কুমারকে পুনরায় মঙ্গলবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের দুইদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তবে এদিনেও আদালতে নিয়ে যাওয়ার সময় প্রকাশ নিজেকে নিদোর্ষ বলে দাবি করেন। তিনি বলেন ঘটনার দিন ভোরবেলা স্ত্রীকে নিয়ে কলকাতায় মার্কেটিং করতে যাওয়ার সময় গাড়িতে রাখা নগদ ৫৬ হাজার টাকা ছিনতাই করার উদ্যেশে একটা সাদা গাড়ি আমাদের গাড়ির পাশে দাঁড়িয়েছিল। তারপরেই খুনের ঘটনাটি। প্রকাশ জানায় পুলিশ ভ্যানের সামনে যে ঘটনাটি ঘটেছে সেটা আমি কোনদিন ভূলবনা। সুতরাং ওই পুলিশ ভ্যানটিকে ধরতে পারলে সব তথ্য জানা যাবে বলেও দাবি করেন প্রকাশ কুমার। নিজের স্ত্রীকে এর আগেও খুনের চেষ্টার অভিযোগ ওঠা প্রসঙ্গে প্রকাশ জানান আমি সবকিছু করতে পারলেও নিজের স্ত্রীকে মেরে নিজের ২ বছরের মেয়েকে মায়ের থেকে কোনভাবেই আলাদা করতে পারব না।
প্রসঙ্গত গত ২৮ ডিসেম্বর ভোররাতে ১৬ নং জাতীয় সড়কে বাগনান থানার চন্দ্রপুরে গাড়ির মধ্যে গুলি করে খুন করা হয় ঝাড়খন্ডের ইউটিবার ইশা আলিয়াকে। ঘটনার পরেই মৃত অভিনেত্র্রীর স্বামী দাবি করেন ছিনতাইয়ে বাধা দেওয়ায় দুস্কৃতীরা ইশাকে খুন করেছে। যদিও পরে মৃত অভিনেত্রীর ভাই অজয় রানার অভিযোগের ভিত্তিতে বাগনান থানার পুলিশ ইশা আলিয়ার স্বামী প্রকাশ কুমার এবং দেওর সন্দীপ কুমারকে গ্রেপ্তার করে। প্রথমবার দুজনের ১২ দিন পুলিশ হেফাজতের পর মঙ্গলবার রাতের পুনরায় দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হল।