“দিদির সুরক্ষা কবজ” উলুবেড়িয়ায় সাংবাদিক সম্মেলন

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবড়িয়া- পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচী ” দিদির সুরক্ষা কবজ”। যদিও হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দাবি তৃণমূল কংগ্রেস নির্বাচনকে সামনে রেখে কোন কর্মসূচী গ্রহন করে না। বৃহস্পতিবার উলুবেড়িয়ায় হাওড়া গ্রামীণ জেলা তৃণমুল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত “দিদির সুরক্ষা কবচ” কর্মসূচী উপলক্ষ্যে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমুল কংগ্রেসের সভাপতি বিধায়ক অরুনাভ সেন।

এদিনের এই সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি এবং পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায়, বিধায়ক ডাঃ নির্মল মাজি, বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক প্রিয়া পাল, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিন তৃণমূল নেতৃত্ব বলেন আগামী ১১ জানুয়ারি থেকে আগামী ৬০ দিন তৃণমূল নেতৃত্বরা গ্রামীণ জেলার প্রতিটি প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে কথা বলবেন। এই কর্মসূচীতে তৃণমূল কর্মীরা ৬টি ক্ষেত্রের ১৫টি প্রকল্পের সুবিধা সর্ম্পকে খোঁজখবর নেবেন। যদিও এদিনের এই সাংবাদিক সম্মেলনে হাওড়া গ্রামীণ জেলা তৃণমুল কংগ্রেসের চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু ও শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল অনুপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *