১১ তম আমতা সম্প্রীতি উৎসবের সূচনা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- বছরের শেষে শীতের আমেজে উৎসবের মেজাজে গোটা রাজ্য। আর এই উৎসবের আমেজে গা ভাসাতে প্রস্তত মানুষ। বাদ যায়নি হাওড়া জেলার আমতা। শুক্রবার বিকেলে আমতা তাজপুর কালীতলা প্রাঙ্গনে সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় সংহতি ও সুস্থ সংস্কৃতিকে সামনে রেখে ১১তম আমতা সম্প্রীতি উৎসবের সূচনা হল। এদিন প্রদীপ জ্বালিয়ে ৪ দিনের এই উৎসবের সূচনা করেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি এবং পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য, বিধায়ক বিদেশ বসু, বিধায়ক ডাঃ নির্মল মাজি, বিধায়ক সমীর পাঁজা, বিধায়ক প্রিয়া পাল,উৎসব কমিটির সভাপতি বিধায়ক সুকান্ত পাল সহ অন্যান্যরা। ৪ দিন ধরে চলা সম্প্রীতি উৎসবের এবারের থিম পাঞ্জাব রাজ্য। উৎসব কমিটি সূত্রে খবর মেলায় প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও পাঞ্জাবের শিল্পীদের দ্বারা ভাঙড়া নৃত্য পরিবেশন করা হবে।