হনুমান ধরতে খাঁচা পাতল বন দপ্তর
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- এলাকায় দাপিয়ে বড়েচ্ছে একদল হনুমান। আর তার মাঝেই পথ চলতি মানুষকে কামড়ে, আঁচড়ে দিচ্ছে মানুষকে। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি হনুমানের দলের মধ্যে থাকা একটি হনুমান পথ চলতি মানুষকে কামড়ে, আঁচড়ে দিচ্ছে। গত একমাস যাবৎ উলুবেড়িয়া পুরসভার ২২ নং ওয়ার্ডের লকগেট পাড়ায় হনুমানের এই তান্ডবে এখন রীতিমত অতিষ্ট স্থানীয় বাসিন্দারা। হনুমানটিকে ধরতে বৃহস্পতিবার বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় খাঁচা পাতা হলেও স্থানীয় বাসিন্দাদের দাবি একটি খাঁচায় হনুমান ধরা কার্যত অসম্ভব।
গত একমাস ধরে উলুবেড়িয়া পুরসভার ২২ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায দাপিয়ে বেড়াচ্ছিল হনুমানের দল। হনুমান ধরতে বন দপ্তরের পক্ষ একবার খাঁচা পাতা হলেও হনুমান ধরতে পারা যায়নি। অন্যদিকে বেশ কয়েকদিন হনুমানের তান্ডব বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে পুনরায় লকগেট পাড়া এলাকায় হনুমানের তান্ডব শুরু হয়ে যায়। বিকেলের পর থেকে সন্ধ্যা পর্যন্ত হনুমানের কামড়ে বেশ কয়েকজন বাসিন্দাও আহত হয়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য একটি হনুমান এলাকায় তান্ডব করে পালাচ্ছে। মানুষকে কামড়াচ্ছে। তাদের বক্তব্য দিনের বেলা হনুমানটিকে এলাকায় দেখা না গেলেও বিকেলের পর থেকেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হনুমানটি। আর সেই সময় মানুষকে কামড়ে আঁচড়ে দিচ্ছে। অন্যদিকে বৃহস্পতিবার সকালে হনুমান ধরতে এলাকায় খাঁচা পাতে বন দপ্তর। বন দপ্তর সূত্রে খবর এর আগেও হনুমান ধরতে এলাকায় খাঁচা পাতাও হলেও হনুমান ধরা যায়নি। এবারে আবার খাঁচা পাতা হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দাদের আভিযোগ যেভাবে বিভিন্ন জায়গায় হনুমানের দল দাপিয়ে বেড়াচ্ছে তাতে দুই তিনটি খাঁচা না পাতলে সমস্যার সমাধান কার্যত অসম্ভব।