প্রাক্তন প্রেমিকাকে ফোনে উত্তক্ত করার অভিযোগ, বারানসী থেকে গ্রেপ্তার যুবক

Spread the love

নিজস্ব প্রতিনিধি. হাওড়া নিউজ ২৪, আমতা- প্রেমের সর্ম্পক ভাঙতে চাইছিল না প্রেমিক। তার জেরেই প্রেমিকাকে ফোনে উত্তক্ত করার অভিযোগ উঠছিল প্রেমিকের বিরুদ্ধে। আর সেই অভিযোগের ভিত্তিতে উত্তরপ্রদেশের বারানসী থেকে বিকাশ তেওয়ারি নামে এক যুবককে গ্রেপ্তার করল আমতা থানার পুলিশ। ধৃতকে মঙ্গলবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

জানা গেছে ২০২০ সালে আমতার বাসিন্দা তরুনী উত্তরপ্রেদেশের বারানসীতে বেড়াতে যান। সেখানে বেড়াতে গিয়ে সেখানকার বাসিন্দা বিকাশ তেওয়ারির সঙ্গে পরিচয় হয় তরুনীর। সেই সুবাদে দুজনের মধ্যে ফোন নং আদান প্রদান হয়। পরে ফোনের পাশাপাশি ফেসবুকের মাধ্যমে দুজনের কথাবার্তা চলতে থাকে। এই সূত্রে দুজনের মধ্যে একটা প্রেমের সর্ম্পক তৈরী হয়। পুলিশ সূত্রে খবর প্রেমের টানে করোনার সময় বিকাশ তরুনীর সঙ্গে দেখা করতে আমতা চলে আসে এবং বেশ কয়েকদিন থেকেও যায়। এদিকে বিকাশ বারানসী ফিরে যাওয়ার পর বেশ কয়েকমাস পরেই তরুনী তাদের এই সর্ম্পক থেকে বেরিয়ে আসতে চায়। যদিও বিকাশ সর্ম্পকে ছিন্ন করতে রাজী হয়না। তরুনী বিকাশের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। অভিযোগ তরুনী বিকাশের সঙ্গে কোনরকম যোগাযোগ না করলেও অভিযুক্ত যুবক নিয়মিত তরুনীকে ফোনে উত্তক্ত করতে শুরু করে। এমনকি একসময় বিকাশ নিজে তরুনীর বাড়িতে এসে তরুনীর বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে বলেও অভিযোগ। দিন কয়েক আগে তরুনীর বাবা অভিযুক্ত যুবকের নামে আমতা থানায় লিখিত আভিযোগ দাযের করলে শনিবার আমতা থানার পুলিশের একটি টিম বারানসী থেকে আভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *