উলুবেড়িয়া থানার উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের রাস মেলা দেখানোর ব্যবস্থা

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- মঙ্গলবার শেষ হচ্ছে ৭১ তম উলুবেড়িয়া রাস মেলা। আর মেলা শেষ হওয়ার আগেরদিন উলুবেড়িয়া থানার উদ্যোগে উলুবেড়িয়া জগৎপুরের আনন্দভবন ডেফ এন্ড ব্লাইন্ড স্কুলের ৮০ জন দৃষ্টিহীন ও মূক বধীর ছাত্রছাত্রীকে রাস মেলা দোখানোর ব্যবস্থা করা হল। তবে শুধু মেলা দেখানো নয় পাশাপাশি জিলিপি, বাদামভাজা, চকলেট তুলে দেওয়া হয এইসব বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের হাতে। অন্যদিকে রাস মেলা দেখে স্কুলে ফেরার আগে তারা ইশারায় জানিয়ে দিল মেলা ঘুরে সবাই খুশী।

উলুবেড়িয়া থানার উদ্যোগে আনন্দ ভবন ডেফ এন্ড ব্লাইন্ড স্কুলের ৮০ জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের সোমার দুপুরে ৭১ তম উলুবেড়িয়া রাসমেলা দেখানোর ব্যবস্থা করেছিল। সেইমত উলুবেড়িয়া থানার উদ্যোগে সোমবার বেলায় একটি বাসে করে এইসব ছাত্রছাত্রীদের উলুবেড়িয়া কালীবাড়িতে নিযে আসা হয়। উলুবেড়িয়া থানার আইসি রামেশ্বর ওঝা ও অন্যান্য পুলিস আধিকারিকরা এবং শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি সংস্থার সহ সম্পাদক শ্রীমন্ত গরানি ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে রাস মেলা ঘুরে দেখান। পাশাপাশি তাদের নাগরদোলা চড়ানো থেকে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন চকলেট, জিলিপি এবং বাদামভাজা। পরে পুলিশ ও কালীবাড়ি কমিটির দেওয়া বিভিন্ন খাবার নিয়ে বাসে চড়ে তারা স্কুলে ফেরে।

দৃষ্টিহীন, মূক ও বধীর ছাত্রছাত্রীদের মেলায় ঘোরানোর ব্যবস্থা করানোর জন্য পুলিশ প্রশাসন ও কালীবাড়ি কমিটিকে ধন্যবাদ জানান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার দাস। তিনি জানান যেভাবে পুলিশ প্রশাসন ও কালীবাড়ি কমিটি রাস মেলা দেখানোর পাশাপাশি জিলিপি বাদাম ভাজা খাওয়ানো এবং নাগরদোলায় চড়িয়ে ছাত্রছাত্রীদের মনে আনন্দ দিয়েছে তাতে আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। পুলিশ প্রশাসনের এই ধরনের উদ্যোগ সমাজে নতুন বার্তা পৌছে দেবে বরে জানান অজয় কুমার দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *