কুলগাছিয়ায় মিষ্টির দোকানে বিশ্বকাপের ছোঁওয়া
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- রাত পোহালেই বিশ্বকাপ ফুটবলের মেঘা ফাইনাল। উন্মাদনায় ফুটছে গোটা বিশ্ব। বাদ যায়নি এই রাজ্য। শনিবার সকাল থেকেই আর্জেন্টিনার পতাকা আর মেসির ছবিতে ঢেকেছে শহর থেকে গ্রাম রাজপথ থেকে অলিগলি। বাদ যায়নি মিষ্টির দোকান ও। বিশ্বকাপ ফুটবল ফাইনালের আগে ক্রেতাদের আকর্ষণের জন্য মিষ্টির দোকানের বিভিন্ন মিষ্টিতে লেগেছে আর্জেন্টিনার ছোঁওয়া।
আর্জেন্টিনার জার্সির রঙে মিষ্টি তৈরীর পাশাপাশি তৈরি হয়েছে ক্ষীরের ফুটবল ও ক্ষীরের বিশ্বকাপ। বিশ্বকাপ ফুটবল ফাইনালের আগে এইরকম মিষ্টিতে সেজে উঠেছে কুলগাছিয়ার একটি মিষ্টির দোকান। মিষ্টির দোকানে অন্য মিষ্টির সঙ্গে শোভা পাচ্ছে আর্জেন্টিনার মিষ্টি। ১৫ টাকা থেকে ২৫ টাকায় দেদার বিকোচ্ছে ক্ষীরের তৈরী এই মিষ্টি। শুধু তাই নয় বাদ যাচ্ছে না ক্ষীর দিয়ে তৈরী হয়েছে আস্ত একটা বিশ্বকাপ।
দোকানের মালিক অলিভ খাঁ জানান মারাদোনার পর মেসি যেভাবে মানুষের হৃদয় জয় করে নিয়েছে তাতে ক্রেতাদের মন জয় করার পাশাপাশি ক্রেতাদের উৎসাহ যোগাতে এই মিষ্টি তৈরি করা হয়েছে। তিনি জানান ১৫ টাকা থেকে ২৫ টাকায় যেরকম মিষ্টি পাওয়া যাচ্ছে সেই রকম বিশ্বকাপ সমেত মিষ্টির ট্রে হাজার টাকায় কিনতে পাওয়া যাবে। অন্যদিকে ফাইনালের আগে এই অভিনব মিষ্টি পাওয়ায় খুশি ক্রেতারা। তাদের মতে খেলার মাঝে এই মিষ্টি তাদের উন্মাদনা আরো বৃদ্ধি করবে।