ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে বাগনানের শুভজিৎ

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- বাগনানের কল্যানপুরের কাপড়ী পাড়ার বাসিন্দা শুভজিৎ দাস আঁকার পাশাপাশি লীলা র্কীতন গাওয়াটা অন্যতম নেশা। আর এর ফাঁকেই ২৮টি তুলসী পাতার উপর বিভিন্ন মনীষী, স্বাধীনতা সংগ্রামী এবং দেবদেবীর ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিল শুভজিৎ দাস। ইতিমধ্যে সংস্থার পাঠানো মেডেল, শংসাপত্র সহ বিভিন্ন উপহার হাতে পেয়েছে স্নাতক পাঠরত শুভজিৎ।

মাত্র ৪ বছর বয়সে শিল্পী সুব্রত কর্মকারের কাছে তার আঁকা শেখার হাতেখড়ি। পরবর্তী সময়ে আঁকা শেখার পাশাপাশি নতুন কিছু করে দেখানোর নেশায় মেতে ওঠে শুভজিৎ। শুভজিৎ জানায় ২৮টি তুলসী পাতার উপর বিভিন্ন মনীষী, স্বাধীনতা সংগ্রামী এবং বিভিন্ন দেবদেবীর ছবি আঁকার পর গত ১২ নভেম্বর আমার আঁকা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠাই। দুই তিনদিন আগে সংস্থার পাঠানো বিভিন্ন উপহার আমি হাতে পাই। শুভজিৎ জানায় এক একটি তুলসী পাতার উপর ছবি আঁকতে সময় লেগেছে ২ থেকে ৪ মিনিট। আগামীদিনে শিল্প আর র্কীতনকে সঙ্গে করেই জীবনে এগিয়ে যেতে চায় বলে জানায় শুভজিৎ দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *