আবাস যোজনার কাজ পরিদর্শনে গ্রামে জেলাশাসক
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- আবাস প্লাস যোজনার তালিকায় থাকা উপভোক্তদের নাম যাচাই করতে গিয়ে হাওড়া গ্রামীণ জেলার কয়েকটি জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে আশা কর্মী থেকে সরকারি আধিকারিকদের। এমনকি কযেকটি ক্ষেত্রে তাদের হেনস্থার শিকার ও হতে হচ্ছে। আবাস যোজনার এইসব সমস্যার সমাধানে এবার গ্রামে গ্রামে ঘুরলেন জেলাশাসক,পুলিস সুপার থেকে প্রশাসনের প্রায় সর্বস্তরের আধিকারিকরা। এদিন শ্যামপুর ২, উলুবেড়িয়া ২ এবং আমতা ১ নং ব্লকের বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন করেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য্য।
এদিন জেলাশাসক শ্যামপুর ২নং ব্লকের বাছরি গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি আমতা ১ নং ব্লকের আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের এলাকা পরিদর্শন করেন। এছাড়াও তিনি উলুবেড়িয়া ২ নং ব্লকের রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের এলাকা ও পরিদর্শন করেন। এদিন উলুবেড়িয়া ২ নং ব্লকে জেলাশাসকের সঙ্গে ছিলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিস সুপার স্বাথী ভাঙ্গালীয়া, অতিরিক্ত জেলাশাসক ( সাধারন) আজার জিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
অন্যদিকে এদিন বাগনান ১ নং ব্লকের হাটুরিয়া গ্রাম পঞ্চায়েত এবং উলুবেড়িয়া ১ নং ব্লকের কালীনগর গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করেন অতিরিক্ত জেলাশাসক ( পঞ্চায়েত ) সৌমেন পাল। বাগনান ১ নং ব্লকের কল্যানপুর ও বাইনান গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করেন ডিএমডিসি দেবব্রত রায়। আমতা ২নং ব্লকের নওপাড়া গ্রাম পঞ্চাযেত এলাকা পরিদর্শন করেন উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীককুমার ঘোষ।