দেড় মাসের শিশুকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে মা

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া-দীর্ঘ ৫ বছর পর টেট পরীক্ষা হচ্ছে। আর সেই কারণে পরীক্ষায় বসতে রবিবার সকালে বাবার সঙ্গে নিজের দেড়মাসের শিশুকে নিয়ে ডোমজুড় থানার করোলা মল্লিক পাড়ার বাসিন্দা গৃহবধূ রুহিনা মোল্লা সোজা হাজির হয়ে গিযেছিলেন উলুবেড়িয়া কলেজে। যদিও নিয়ম না থাকায় পরীক্ষা কেন্দ্রের বাইরে নিজের শিশুকে বোনের কাছে রেখেই তাকে পরীক্ষা কেন্দ্রে বসে পরীক্ষা দিতে হয়েছে। তবে ছোট শিশুর কথা ভেবে তাকে পরীক্ষা কেন্দ্রের ভিতরে একটি আলাদা ঘরে শিশুকে দুধ খাওয়ানোর জন্য কৃত্যপক্ষ্যের অনুমতি মিলেছিল রুহিনার।

ডোমজুড়ের করোলার রুহিনা মোল্লার সিট পড়েছিল উলুবেড়িয়া কলেজে। এদিন সকাল ১০টা ২০ নাগাদ গৃহবধূ নিজের দেড়মাসের শিশুকে নিয়ে রুহিনা বাবা খোকন মল্লিক, বোন তুহিনা মল্লিকের সঙ্গে উলুবেড়িয়া কলেজে পৌঁছায়। পরে নিজের ছোট শিশুকে নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভিতরে ঢুকলেও পরে ছোট শিশুকে বোনের কাছে রেখে দিয়ে পরীক্ষা হলে প্রবেশ করে রুহিনা। এদিকে ছোট শিশুর মায়ের দুধ খাওয়ার কথা চিন্তা করে রুহিনার বাবা খোকন মল্লিক পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে শিশুকে মায়ের কাছে পৌছে দেওয়ার আবেদন করেন। সেইমত আবেদন মঞ্জুর করে কর্তৃপক্ষ। রুহিনার বোন তুহিনা ছোট শিশুকে দুধ খাওয়ানোর জন্য মায়ের কাছে নিয়ে যায়। পরে দুধ খাওয়ানোর শেষে পুনরায় শিশুকে নিয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে আসে তুহিনা।

ছোট শিশুকে মায়ের দুধ খাওয়ানো উলুবেড়িয়া কলেজের অধ্যক্ষ দেবাশীষ পাল জানান ওই পরীক্ষার্থীর আবেদনের পরিপেক্ষিতে ছোট শিশুকে দুধ খাওয়ানোর জন্য একটি আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছিল। পরিবারের একজন ছোট শিশুকে সেখানে নিয়ে আসার পর একজন পর্যবেক্ষকের সামনে  মা শিশুকে দুধ খাওয়া্নোর পর পুনরায় পরিবারের লোক শিশুকে নিয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে চলে গিয়েছিল এবং মা হলে গিয়ে পরীক্ষা দিয়েছেন। 

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *