উদয়নারায়ণপুরে কৃষক সভায় জনজোয়ার

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উদয়নারায়ণপুর-ফুল, ফসল উৎপাদনে দেশের মধ্যে আমরা এক নম্বরে। তার সম্পূর্ন কৃতিত্ব আপনাদের। আপনারা আমাদের অনেক উপরে তুলে দিযেছেন। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে রবিবার উদয়নারায়নপুর বাসষ্ঠান্ডে হাওড়া জেলা  কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত কৃষক সভায় এই ভাবেই কৃষকদের প্রশংসা করেন প্রদেশ কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি পূর্নেন্দু বসু। এদিন তিনি বলেন আমরা এই বাংলাকে সোনার বাংলা করতে চাই। আমরা অনেকটা এগিয়েছি।

দলীয় কর্মূীদের উদ্দ্যেশে পূর্নেন্দু বসু বলেন নীচের দিকে অনেক নেতা নেত্রী মনে করেন তার মত নেতা নেত্রী আর কেউ নেই। তবে তারা এটা জানে না মমতা বন্দোপাধ্যয়ের ছবি না থাকলে সবটাই শূন্য। সব নেতাদের এটা ভালো করে বুঝে নিতে হবে। তিনি বলেন আমরা ভাগ্যবান বলেই মমতা বন্দোপাধ্যয়ের মত একজন নেত্রী পেযেছি। অনেক তপস্যা করলেও এইরকম একজন নেত্রী পাওয়া যাবেনা বলেও দাবি করেন পূর্নেন্দূ বসু।  এদিনের এই সভায় অন্যদের মধ্রে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা, উদয়নারায়নপুর পঞ্চাযেত সমিতির সভাপতি সুলেখা পাঁজা, আমতা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ধনঞ্জয় বাকুলি, রমেশ পাল, তপন চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিনের এই কৃষক সভা কার্যত জন জোয়ারে পরিনত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *