লাল ঝান্ডা না ধরলে মানুষের দাবি আদায় হয়না- মহম্মদ সেলিম
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- কে কি খাচ্ছে, পরছে সেটা নিয়ে রাজনীতি করার অধিকার কারোর নেই। কার বাড়িতে রান্না হচ্ছেনা, কে খেতে পাচ্ছেনা, কেন গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে এটা রাজনৈতিক কর্মীদের দেখা উচিত। শনিবার বিকেলে শ্যামপুরের বরদাবাড়ে সারা ভারত ক্ষেত মজদুর ইউনিয়ন হাওড়া জেলার দ্বিতীয় সম্মেলনের প্রকাশ্য সমাবেশে এই কথা বলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন তিনি লক্ষীর ভান্ডারকে কটাক্ষ করে বলেন ৫০০ টাকার লক্ষীর ভান্ডার নয়, অপা, পার্থ, অনুব্রত. অনুব্রতর মেয়ের কাছে যে গন্ডারের ভান্ডার আছে সেই ভান্ডারের টাকা নিতে হবে। এদিন মহম্মদ সেলিম অভিযোগ করেন লালা ঝান্ডা থাকলে গরীব মানুষের কথা বলবে বলে লাল ঝান্ডা হটাও দেশ বাঁচাওয়ের ডাক দেওয়া হয়েছিল। আর যারা সেদিন এই পরিবর্তনের ডাক দিয়েছিলেন তারাও এখন সব চুপ করে বসে আছে বলে অভিযোগ করেন মহম্মদ সেলিম।
এদিন মহম্মদ সেলিম বলেন তৃণমূল দলটা দেওয়ার জন্য তৈরী হয়নি এরা নেওয়ার জন্য তৈরী হয়েছে। আর সেই কারণে মানুষের প্রাপ্য আদায়ের জন্য লাল ঝান্ডা তৈরী হয়েছে। লাল ঝান্ডা না ধরলে মানুষের দাবি আদায় হয়না বলেও দাবি করেন মহম্মদ সেলিম। চোর ধরো জেল ভরো প্রসঙ্গে তিনি বলেন পুলিশ চোর ধরলে যেরকম আমাদের চিৎকার করতে হতনা সেইরকম বাংলার পুলিশ চোর ধরলে ইডি সিবিআইকে ডাকতে হতনা বলে দাবি করেন মহম্মদ সেলিম। তিনি বলেন এটা পুলিশের লজ্জা। তবে পঞ্চায়েত নির্বাচনের সময় পুলিশ তৃণমূল গুন্ডাদের পাহারা দিলে চোর ও পুলিশ একসঙ্গে ধরা হবে বলে জানান তিনি।