আমতায় মহিলা আধিকারিকে হেনস্থা, গ্রেপ্তার অভিযুক্ত
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা-আবাস প্লাস যোজনার তালিকা খতিয়ে দেখার কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হলেন আমতা ১ নং ব্লকের মৎস দপ্তরের এক মহিলা আধিকারিক এবং তার সঙ্গে থাকা এক কর্মী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলের এই ঘটনায় আমতা ১ নং ব্লকের আক্রান্ত কর্মী শুভদীপ মজুমদার অভিযুক্ত যুবক নিরাপদ কাওলের নামে আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতকে শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
জানা গেছে আমতা ১ নং ব্লকের মৎস দপ্তরের মহিলা আধিকারিক এবং শুভদীপ মজুমদার নামে এক কর্মী আবাস প্লাস যোজনার তালিকায় থাকা নাম যাচাই করতে পূর্ব গাজীপুর গ্রামে যান। সূত্রের খবর তারা তালিকায় নাম থাকা শঙ্করী কাওলে নামে এক মহিলার বাড়িতে যান। অভিযোগ তারা সেখানে বিভিন্ন তথ্য যাচাইয়ের পাশাপাশি মোবাইলে বাড়ির ছবি তোলার সময় মহিলার ছেলে নিরাপদ কাওলে এবং তার স্ত্রী বাইরে বেরিয়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং শুভদীপের জামার কলার ধরে তাকে মারধরের পাশাপাশি তার মোবাইল ও কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। অভিযোগ ঘটনার সময় ওই মহিলা আধিকারিক বাধা দিতে এলে অভিযুক্ত যুবক তাকে শীলতাহানি করে এবং গলার সোনার চেন ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে আমতা ১ নং ব্লকের বিডিও অন্যান্য কর্মীদের নিয়ে এসে মহিলা আধিকারিক ও কর্মীকে উদ্ধার করে নিয়ে যায়। পরে ওই কর্মী আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে।