গৃহবধূর মৃত্যু, গ্রেপ্তার স্বামী
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উদয়নারায়ণপুর- উদয়নারায়ণপুরের পেঁড়ো থানার ঘোড়াদহ সেখপাড়ার গৃহবধূ সেলিমা খাতুনকে খুনের অভিযোগ উঠেছিল গৃহবধূর শশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনায় মঙ্গলবার মৃত গৃ্হবধূর স্বামী সহ ৬ জনের বিরুদ্ধে পেঁড়ো থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল পরিবার। আর সেই অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে পেঁড়ো থানার পুলিশ মৃত গহবধূর স্বামী হারুন বাদশা খাঁ কে গ্রেপ্তার করল। ধৃতকে বুধবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
প্রসঙ্গত ২০১৯ সালের নভেম্বর মাসে সেলিমার সঙ্গে হারুন বাদশা খাঁ এর বিয়ে হয়। অভিযোগ বিয়ের সময় ছেলের বাড়ির দাবি মত মেয়ের বাড়ি থেকে আসবাবপত্র, গয়না, বাইক সহ অন্যান্য যৌতক দিলেও বিয়ের পর থেকে আরোও টাকার দাবিতে সেলিমার শশুরবাড়ির লোকেরা তার উপর মানসিক ও শারীরিক অত্যাচার শুরু করে। অভিযোগ গত সোমবার বিকেলে গৃহবধূর শশুরবাড়ির এক প্রতিবেশী গৃহবধূর পরিবারকে ফোনে জানায় সেলিমা গুরুতর অসুস্থ। আর তারপরেই গৃহবধূর পরিবারের সদস্যরা মেয়ের শশুরবাড়িতে গিয়ে সেলিমাকে মৃত অবস্থায় দেখতে পায়।