আশা ভবন সেন্টারে কিশোরীদের জন্য ওপেন সেল্টার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবসে সমাজের মূল স্রোত থেকে বেরিয়ে যাওয়া কিশোরীদের মূল স্রোতে ফিরিয়ে আনতে উলুবেড়িয়ার কটিলা আশা ভবন সেন্টারে তৈরী হল ওপেন সেল্টার। শনিবার সকালে এই ওপেন সেল্টারের উদ্বোধন করেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায়। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, আশা ভবন সেন্টারের কর্নধার জন মেরী বারুই, সমাজসেবী গৌতম বোস সহ অন্যান্যরা।
সূত্রের খবর কেন্দ্রীয় সরকারের মিশন বাৎসল্য কর্মসূচীর অঙ্গ হিসাবে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ আর্থিক সহায়তায় আশা ভবন সেন্টারে সমাজের পিছিয়ে পড়া কিশোরীদের জন্য এই সেল্টার তৈরী করা হয়েছে। প্রাথমিকভাবে স্থানীয় এলাকার ১৮ বছর বয়স পর্যন্ত সমাজের মূল স্রোত থেকে পিছিয়ে পড়া ২৫ জন কিশোরীর নিয়মিত কাউন্সিলিং এর মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো হবে। এদিন ওপেন সেল্টার উদ্বোধন করে মন্ত্রী পুলক রায় বলেন এই ধরনের উদ্যোগ একদিকে যেমন স্কুল ছুটদের সংখ্যা কমাবে অন্যদিকে সেইরকম সমাজে পিছিয়ে পড়া এইসব কিশোরীরা সমাজের মুল স্রোতে ফিরিয়ে আনতে সাহায্য করবে। এদিন ওপেন সেল্টার উদ্বোধন করার পর মন্ত্রী পুলক রায় ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরীদের সঙ্গে পদযাত্রায় সামিল হন।