দৃষ্টিহীনদের হাতে দুর্গা প্রতিমা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- শনিবার আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবসে খুশীর হাওয়া উলুবেড়িয়ার জগৎপুর আনন্দভবন ডেফ অ্যান্ড ব্লাইন্ড স্কুলে। কারণ এদিন তাদের স্কুলে দেবী দুর্গার মূর্তি আসল। দুর্গা পুজোর পর স্কুলে দুর্গা মূর্তি। না তবে এই মূর্তি পুজোর জন্য নয় স্কুলের ৩০ জন দৃষ্টিহীনদের উপলব্ধি করার জন্য শনিবার স্কুলে দেবী দুর্গা প্রতিমা আনা হল। জানা গেছে এই বছর দুর্গা পুজোয় আনন্দভবন ডেফ অ্যান্ড ব্লাইন্ড স্কুলের দ্বিতীয় শ্রেনীর পড়ুয়া পুরুলিয়ার বাসিন্দা সাবিত্রী মাহাতোকে কুমারী রুপে পুজো করেছিল নোনা অ্যাথালেটিক ক্লাব। সেইসময় স্কুরে শিক্ষকদের কাছ থেকে দেবী দুর্গার সামনে সহপাঠীকে বসিয়ে পুজোর কাহিনী শুনেছিল স্কুলের ৩০ দৃষ্টিহীন পড়ুয়া। আর সেইসময় তারা দেবীকে একবার ছুয়ে দেখার আবদার করেছিল। তবে শারীরিক প্রতিবন্ধকতার কারনে সেটা সম্ভব না হওয়ায় এবার তাদের হাতে দেবী দুর্গার মূর্তি তুলে দিল নোনা অ্যথালেটিক ক্লাবের কার্যকরী সভাপতি তথা সমাজসেবী গৌতম বোস।
এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় দাস, চুমকী ঘোষ সহ অন্যান্যরা। দৃষ্টিহীনদের হাতে দুর্গা প্রতিমা তুলে দেওয়া প্রসঙ্গে গৌতম বোস জানান দুর্গা পুজোর সময় এরা এই আবদার করেছিল। সেইমত আমি আজ ওদের আবদার রাখলাম। তিনি জানান দুর্গা পুজোয় আমরা অনেক পুরস্কার পেলেও আজকে দেবী দুর্গা প্রতিমা পাওয়ার পর ওদের মুখের হাসি আমাদের পাওয়া সবথেকে বড় পুরস্কার। এদিন দুর্গা প্রতিমার পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ্যের হাতে বিশেষ মেডিকেল কিট তুলে দেন গৌতম বোস।