১৬ নং জাতীয় সড়কে দুর্ঘটনায় সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- ১৬ নং জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হল কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ারের। পুলিস জানিয়েছে মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম মিঠুন রায় (৩০)। বাড়ি উলুবেড়িয়া পুরসভার ২১ নং ওয়ার্ডের জগন্নাথপুরে। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ১৬ নং জাতীয় সড়কে বীরশিবপুরে। উলুবেড়িয়া থানার পুলিস মৃতদেহটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ঘাতক লরিটিকে আটক করেছে এবং চালককে গ্রেপ্তার করেছে।

জানা গেছে সাঁতরাগাছি সেতু মেরামেতর জন্য ১৬ নং জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় পন্যবাহী যান নিয়ন্ত্রন করছে পুলিস। সেইমত বীরশিবপুরের কাছে জাতীয় সড়কের উপর গার্ডরেল বসিয়ে পন্যবাহী যান নিয়ন্ত্রনের কাজ চলছিল। শুক্রবার সকালে সিভিক ভলেন্টিয়ার মিঠুন সেখানে ডিউটি করছিল। জানা গেছে রাস্তায় দাঁড়িয়ে একটি লরিকে পার্কিং করানোর জন্য হাত দেখিয়ে দাঁড় করানোর সময় দ্রুত গতিতে আসা লরিটি তাকে ধাক্কা মারে। দুর্ঘটনায় মিঠুন মারাত্মক জখম হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।  মিঠুনের পরিবার সূত্রে জানা গিয়েছে তাদের আসল বাড়ি বিহারের ছাপড়া জেলার বানিয়াপুর থানার কনহাগুলি মনোহর গ্রামে। মিঠুনরা চার ভাই চার বোন। মিঠুন মেজো। ফুলেশ্বরে মিঠুন দুই ভাই এক বোন, বাবা লক্ষন রায় ও মা শান্তিদেবীর সঙ্গে থাকতেন। ৭ মাস আগে মিঠুনের বিয়ে হয়। ছেলের বিয়ে উপলক্ষ্যে সবাই বিহারে গিযেছিলেন। মিঠুন, তার ২ ভাই, বোন ও স্ত্রী বিহার থেকে ফিরে এসেছিলেন। মা ও দাদা বিহারে ছিলেন। মিঠুন গুরুতর অসুস্থ বলা হযেছে। তারা সকলে ফিরে আসছেন।

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *