বাগনানের চন্দ্রপুর থেকে ২টি অজগর সাপ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- মঙ্গলবার সকালে বাগনানের চন্দ্রপুর গ্রামের দামোদর নদীর ধারে সাপুড়েদের কাছ থেকে উদ্ধার হল ২টি অজগর সাপ। পরে বন দপ্তরের কর্মীরা উদ্ধার হওয়া সাপ দুটিকে গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। জানা গেছে মঙ্গলবার সকালে চন্দ্রপুর গ্রামের বাসিন্দা বাবাই মারিক লক্ষ্য করেন কয়েকজন সাপুড়ে সাপ নিয়ে নদীর পাড়ে তাঁবু খাটিয়ে বসে আছে। বেশ কয়েকজন গ্রামবাসী তাদের ওখানে ভীড় করেছে। বিষয়টি বাবাই বন্যপ্রানী সংরক্ষনকারী চিত্রক প্রামানিককে জানায়। এরপর চিত্রক ও তার বন্ধুরা দ্রুত ঘটনাস্থলে পৌছে সাপুড়েদের কাছে তল্লাশি চালিয়ে ২টি অজগর সাপ উদ্ধার করে এবং সাপুড়েদের আটক করে। পরে তারা বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের কর্মীরা সাপ দুটিকে উদ্ধার করে নিয়ে যায় এবং সাপুড়েদের সর্তক করে ছেড়ে দেয়।
চিত্রক প্রামানিক জানান আমরা নদীর পাড়ে গিয়ে দেখি সেখানে ১১ জন সাপুড়ে আছে এবং তাদের কাছে দুটি অজগর সাপ আছে। তিনি জানান সাপুড়েদের কাছ থেকে সাপ ছাড়াও তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র এবং পাখি ধরার ফাঁদ উদ্ধার হয়। চিত্রক জানান কয়েকদিন ধরেই আমাদের কাছে খবর ছিল উড়িষ্যা থেকে কয়েকজন সাপুড়ে এলাকার মানুষকে ভুল বুঝিয়ে টাকা তুলছে। সেইমত আজ ওদের ধরা হল এবং ওদের কাছ থেকে সাপ উদ্ধার হয়েছে। বন দপ্তর সূত্রে খবর উদ্ধার হওয়া সাপ দুটিকে পর্যবেক্ষনে রাখার পর পরিবেশে ছেড়ে দেওয়া হবে।