গ্যাস লিকে অগ্নিদগ্ধের মৃত্যু, ক্ষতিপূরনের দাবিতে বিক্ষোভ শ্যামপুরে

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপের- গত ২৬ অক্টোবর শ্যামপুরের বাছরি গ্রাম পঞ্চায়েতের আড়গোড়িয়া গ্রামে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে ১১ জন অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় সোমবার দুপুরে সুব্রত মন্ডল (২৭) নামে আরোও একজনের মৃত্যু হল। কয়েকদিন আগে মামনি প্রামানিক (৩০) নামে এক মহিলার মৃত্যু হয়েছিল। এদিকে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় এখনোও পর্যন্ত দুজনের মৃত্যুর ঘটনা ঘটল। অন্যদিকে অগ্নিদগ্ধের ঘটনার পর দুজনের মৃত্যু হলেও কোনরকম আর্থিক ক্ষতিপূরন না পাওয়ায় মঙ্গলবার সুব্রত মন্ডলের মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখাল কয়েকশো গ্রামবাসী।  মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে বাবুল মন্ডলের মৃতদেহ নিয়ে শ্যামপুরের চড়া বাসুল্যা গ্রামে গ্যাসের ডিলারের অফিসের সামনে রাস্তায় মৃতদেহ রেখে দিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।

বিক্ষোভ চলাকালীন ক্ষুব্ধ গ্রামবাসীরা ডিলারের অফিসে হামলা চালানোর চেষ্টা করে বলে অভিযোগ।পরে শ্যামপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌছালেও ক্ষতিপূরনের দাবিতে অনড় থাকে গ্রামবাসীরা। প্রায় ৩ ঘন্টা বিক্ষোভ চলার পর পুলিস ক্ষতিপূরনের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হয় এবং মৃতদেহ নিয়ে গ্রামের উদ্দ্যেশে রওনা দেয়।  এদিন বিক্ষোভ সর্ম্পকে কাশীনাথ মন্ডল অভিযোগ করেন ভাইফোঁটার আগের দিন ১১ জন অগ্নিদগ্ধ হওয়ার ঘটনার পর ২ জনের মৃত্যু হলেও এখনোও পর্যন্ত তাদের কোন ক্ষতিপূরন দেওয়া হয়নি। এদিন তিনি মালিকের থেকে ক্ষতিপূরন দেওয়ার ব্যাপারে লিখিত প্রতিশ্রুতির দাবি জানান। অন্যদিকে গ্যাস ড্রিস্ট্রিবিটরের মালিক মামুদ খান জানান ঘটনার পরেই ক্ষতিপূরনের বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ক্ষতিপূরনের ব্যবস্থা করা হচ্ছে।  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *