হনুমানের হাত থেকে বাঁচতে গ্রামে খাঁচা বসানো হল

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- গত দেড়মাস ধরে হনুমানের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছিল বাগনানের হিজলক ও পাতিনান গ্রামের বাসিন্দারা। হনুমানের হাত থেকে নিজেদের বাঁচাতে গণ স্বাক্ষর করে প্রশাসনের দারস্থ হয়েছিল গ্রামবাসীরা। অবশেষে হিজলক ও পাতিনান এলাকার বাসিন্দাদের হনুমানের হাত থেকে বাঁচাতে সোমবার বন দপ্তরের পক্ষ থেকে হিজলকের রায়পাড়া এলাকায় একটি খাঁচা বসানো হল। যদিও গ্রামবাসীদের অভিযোগ একটি খাঁচা বসিয়ে হনুমানের উপদ্রব ঠেকানো যাবেনা। এদের উপদ্রব ঠেকাতে একাধিক খাঁচা বসানোর দাবি জানান গ্রামবাসীরা।

জানা গেছে বিগত দেড়মাস ধরে বাগনান ১ নং ব্লকের হিজলক পাতিনান এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হনুমানের দল। খাবারের খোঁজে বাড়ি থেকে দোকানে ঢুকে পড়ছে হনুমানের দল। এখনোও পর্যন্ত হনুমানের আক্রমনে ১৪ জন গ্রামবাসী আহত হয়েছেন। হনুমানের আতঙ্কে ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছে সাধারন মানুষ থেকে শিশুরা। আর এরপরেই হনুমানের হাত থেকে বাঁচতে প্রশাসনের দারস্থ হয়েছেন বাসিন্দারা। হিজলকের বাসিন্দা সুরজিৎ দাস জানান হনুমানের উপদ্রব ঠেকাতে বন দপ্তর উদ্যোগ নিয়েছে। সোমবার তারা এলাকায় একটা খাঁচা বসিয়েছে। তবে একটি খাঁচা বসিয়ে সমস্যার সমাধান হবেনা বলে দাবি বরেন সুরজিৎ দাস। তার দাবি অন্তত ১০টা খাঁচা না বসালে সমস্যার সমাধান  হবেনা। এই প্রসঙ্গে উলুবেড়িয়া রেঞ্জের অফিসার রাজেশ মুখোপাধ্যায় জানান হনুমানের উপদ্রব ঠেকাতে এলাকায় একটি খাঁচা পাতা হযেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *