চন্দ্রবোড়া সাপ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- গত বুধবার উলুবেড়িয়ার ধুলাসিমলার বড়গাছিয়া গ্রামে মাছ ধরা মুগরিতে আটকে পড়েছিল দুটি বিশাল আকারের চন্দ্রবোড়া সাপ। পরে পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরার তৎপরতায় চন্দ্রবোড়া সাপ দুটিকে উদ্ধার করেছিল বন দপ্তরের কর্মীরা। আর সেই উদ্ধারের ঘটনার চারদিনের মাথায় রবিবার দুপুরে পুনরায় বড়গাছিয়া গ্রামে সামন্ত পাড়ার ধানজমি থেকে আবার একটি বিশাল চন্দ্রবোড়া সাপ উদ্ধার হল। পরে বিকালে বন দপ্তরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।
জানা গেছে সামন্ত পাড়ার একটি জমি থেকে জল বের করার জন্য একটি নালা কাটা ছিল। নালার মুখে একটি জাল আটকানো ছিল। স্থানীয় সূত্রে খবর রবিবার দুপুরে স্থানীয় বাসিন্দা গৌতম সামন্ত এবং যতন সামন্ত ধান জমিতে কাজে গেলে তারা লক্ষ্য করেন জালে একটি বিশাল আকারের চন্দ্রবোড়া সাপ আটকে আছে। তারা পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরাকে খবর দেন। পরে দেবাশীষ গ্রামে পৌছে বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।