বাগনানে বিষ্ণু মূর্তি উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪,বাগনান- মাস খানেক আগে বাগনান ১ নং ব্লকের ওলানপাড়া গ্রামের শিববতলায় পুকুর খনন করতে গিয়ে মিলেছিল দুষ্প্রাপ্য বিষ্ণুমূর্তি। সেই মূর্তিকে উদ্ধার করতে গিয়েই শুক্রবার বাধার মুখে পড়তে হল প্রশাসনকে। জানা গেছে, ওলানপাড়া গ্রামের শিবতলায় চলতি বছরের এপ্রিল মাসে একটি পুকুর খনন করতে গিয়ে একটি দুষ্প্রাপ্য বিষ্ণুমূর্তি উদ্ধার হয়। মূর্তিটিকে কেন্দ্র করে সেইসময় কার্যত শোরগোল পড়ে যায়। মূর্তিটি দেখতে বহু দূরদূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমাতে শুরু করেন। এমনকি ওলানপাড়া শিবতলা এলাকায় একটি মন্দির তৈরি করে মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়।
শুক্রবার সেই মূর্তি উদ্ধারে আসে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার লোকজন। তখনই কার্যত বাধার মুখে পড়তে হয় প্রশাসনের লোকজনকে। স্থানীয়দের দাবি, স্থানীয় মানুষের আবেগ ও ধর্মীয় বিশ্বাসের সাথে জড়িয়ে গিয়েছে এই প্রত্নতাত্ত্বিক বিষ্ণুমূর্তি। তাই তারা মূর্তিটি প্রশাসনকে হস্তান্তরে গড়রাজি ছিলেন। যদিও প্রশাসন সূত্রে জানা গেছে, এই ধরনের দুষ্প্রাপ্য প্রত্নতাত্ত্বিক সামগ্রী উদ্ধার হলে তা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া উদ্ধার করে সংরক্ষণ ও দেখভাল করে, এটাই নিয়ম। সেই মোতাবেকই এদিন মূর্তি উদ্ধারে আসেন আর্কিওলজিক্যাল সার্ভের প্রতিনিধিরা। সাথে ছিল বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে, এদিন সকাল থেকেই শিবতলায় ভিড় জমাতে শুরু করেন গ্রামের মানুষজন। তাদের দাবি ছিল, কোনোভাবেই মূর্তি হস্তান্তর করা যাবেনা। যদিও এসবের মাঝেই মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায় আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া কর্তৃপক্ষ। এদিন গ্রামবাসীদের বোঝাতে উপস্থিত হয়েছিলেন এলাকার বিধায়ক অরুণাভ সেন সহ ব্লক প্রশাসনের কর্তারা।