উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে বিরোধী শিবিরে ভাঙন ধরালো তৃণমূল
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজঃ ২৪, আমতা- পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী সব পক্ষ। এই প্রেক্ষাপটে বিরোধী শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বহু কর্মী-সমর্থক। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার আমতা বাসস্ট্যান্ড চত্বরে প্রতিবাদ সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। সেই প্রতিবাদ সভার মঞ্চ থেকেই অন্যান্য দল থেকে আসা নেতা-কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি।
বিধায়ক নির্মল মাজির পাশাপাশি এদিনের সভায় উপস্থিত ছিলেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায়, উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস সহ অন্যান্যরা। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার উন্নয়ন করছেন সেটা ইতিহাস। আর দিদির এই উন্নয়ন সহ্য করতে না পেরে বিরোধীরা কুৎসা অপপ্রচার করছে। যদিও তাতে কোন লাভ হবেনা। কারন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে। তিনি বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভাজপার মোহ ভঙ্গ হয়েছে। এবারে পঞ্চায়েত নির্বাচনের আগে কর্মীদের চাঙ্গা করতে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে। যদিও বাস্তবে সেই স্বপ্ন কোনদিন বাস্তবায়িত হবে না বলে দাবি করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।