ডাক্তারি পড়তে ইউক্রেনে ফিরে গেল আমতার মিখাইল
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে ইউক্রেনে ডাক্তারি পড়া ছেড়ে বহু ছাত্রের সঙ্গে আমতার নারিটে ফিরে এসেছিল মিখাইল আলম। মিখাইল ইউক্রেনের ইভানোর ফ্র্যাঙ্ককিসভ ন্যাশানাল ইউনির্ভাসিটিতে এমবিবিএসের চতূর্থ বর্ষের পড়ুয়া। বৃহস্পতিবার দুপুরে পুনরায় মিখাইল ইউক্রেনের উদ্দ্যেশে রওনা দিল। জানা গেছে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে মিখাইল ইউক্রেনের ইভানোর ফ্র্যাঙ্ককিসভ ন্যাশানাল ইউনির্ভাসিটির এমবিবিএস পড়তে যায়। যদিও ২০২১ সালে কোভিড পরিস্থিতির কারণে দেশে ফিরে আসে সে। পরে পরিস্থিতি কিছুটা সাভাবিক হলে গত বছরের আগষ্ট মাসে ইউক্রেনে ফিরে যায় মিখাইল।
এর মাঝে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয়। শিক্ষা প্রতিষ্টান থেকে তাদের বাড়ি চলে যেতে বলা হয়। তারা রোমানিয়া সীমান্তের উদ্দ্যেশে রওনা দেয়। পরে দিল্লি হয়ে বাড়ি ফেরে মিখাইল। মিখাইল জানায় রাজ্য সরকার তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছিল। সেইমত কেন্দ্রের কাছে দরবার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কিন্ত কোন কাজ হয়নি। তবে এখানে প্র্যাকটিক্যাল এর ব্যবস্থা করেছিলেন মমতা বন্দোপাধ্যায়। মিখাইল এস এস কে এমে প্র্যাকটিক্যাল ক্লাস করেছিল।কিন্ত এখানে কোন শংসাপত্র তারা পায়নি। ফলে এদেশে ডাক্তারি পড়ার আশা কার্যত নিভে যায়। আর এরপরেই মিখাইল সিদ্ধান্ত নেয় জীবনের ঝুকি নিয়ে ইউক্রেনে ফিরে গিয়ে ডাক্তারি পড়া শেষ করব।
অন্যদিকে পুনরায় মিখাইল ইউক্রেনে পড়তে যাওয়ায় মন খারাপ বাবা সেখ নাসিরউদ্দিনের। তিনি জানান মিখাইল ইউক্রেনে গিয়ে ফের কি সমস্যায় পড়বে সেটা জানিনা। ছেলেকে ঝুকি নিয়ে যেতে হচ্ছে। কারন সেটা না হলে ওর ডাক্তারি পড়াটা শেষ হবেনা।