দুটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- মাছ ধরার মঙ্গলবার রাতে জমিতে মুগরি পেতেছিলে্ন উলুবেড়িয়া ধূলাসিমলার বড়গাছিয়ার বাসিন্দা লাল্টু হাজরা। বুধবার সকালে মুগরিতে মাছ পড়েছে কিনা দেখতে গিয়ে চক্ষু চড়কগাছ তার। মুগরিতে মাছের বদলে আটকে দুটি বিশাল চন্দ্রবোড়া সাপ। জানা গেছে মঙ্গলবার রাতে জমিতে মুগরি পেতেছিলেন লাল্টু হাজরা। সেখানেই ধরা পড়ে দুটি চন্দ্রবোড়া সাপ। তিনি খবর দেন পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরাকে। পরে দেবাশীষ সাঁতরা গ্রামে গিয়ে বন দপ্তরকে খবর দেন। বিকালে বন দপ্তরের কর্মীরা গ্রামে আসলে দেবাশীষ সাপ দুটিকে উদ্ধার করে গড়চুমুকপ্রানী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।