রাজ্যের অর্ধেক পুলিশ তৃণমূল নেতাদের বাড়ি পাহারা দিচ্ছে- দিলীপ ঘোষ

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- ও দু পয়সার নেতা, ২০০ পুলিশ ওকে ঘিরে থাকে, ওটা কি ওর বাপের টাকা, যে ওকে সিকিউরিটি দিচ্ছে। যদি দম থাকে তাহলে উনি সিকিউরিটি ছেড়ে দিয়ে দেখাক। বুধবার সকালে নাম না করে এই ভাবেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা সাংসদ দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ একটি মামলায় হাজিরা দিতে সকালে উলুবেড়িয়া আদালতে হাজির হয়েছিলেন। সেখানেই তিনি এই কথা বলেন। এদিন বেলা ১১ টা নাগাদ দিলীপ ঘোষ উলুবেড়িয়া আদালতে আসেন। পরে আদালতের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই ভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।

এদিন দিলীপ ঘোষ রাজ্য পুলিশকে কটাক্ষ করে বলেন রাজ্যের অর্ধেক পুলিশ তৃণমূল নেতাদের বাড়ি পাহারা দিচ্ছে, পুলিশ ওদের তাবেদারি করছে, চোর ডাকাত কিভাবে ধরবে । তৃণমূল নেতারা পুলিশের সঙ্গে চাকর বাকরের মত ব্যবহার করে ওদের কোমর ভেঙে দিয়েছে বলেও অভিযোগ করেন দিলীপ ঘোষ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বিরুদ্ধে এফ আই আর সম্পর্কে দিলীপ ঘোষ বলেন আমার বিরুদ্ধেও অনেক জায়গায় ওয়ারেন্ট হয়। কোথায় কত কেস হয়েছে আমি নিজেই জানিনা। আমফানের পর এখানে ত্রিপল বিলি করতে এসেছিলাম আমার নামে কেস দিয়েছে। আমি জামিন নিতে এসেছি।

মঙ্গলবার জঙ্গলমহলে মুখ্যমন্ত্রীর চপ ভাজা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন ২০২৪ সালের পর এটাই ওদের করতে হবে। সেই কারণে এখন প্র্যাকটিস করছেন। চপ ভেজে, বাচ্চা কোলে নিয়ে, আদিবাসী মহিলাদের সঙ্গে নেচে জঙ্গলমহলের লোককে আর বোকা বানানো যাবে না বলে দাবি করেন দিলীপ ঘোষ। তিনি বলেন ১২ বছর পর ওরা এখন চোখে চোখ রেখে সব বলে দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *