বাউড়িয়ায় পাওয়া গেল প্রাচীন মুদ্রা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাউড়িয়া- উলুবেড়িয়া পুরসভার ৫ নং ওয়ার্ডের বাউড়িয়া ভাষাপাড়ায় মাটি খোঁড়ার সময় মাটির নীচে থেকে ২০০ বছরের বেশী প্রাচীন মুদ্রা এবং ছোট একটি অষ্ট ধাতুর মূর্তি পাওয়া গেল। জানা গেছে দিন কয়েক আগে ভাষাপাড়ার বাসিন্দা রবীন হাজরার বাড়ি সংস্কারের জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল। সেই সময় মাটির নীচ থেকে ১৮১৮ সালের একটি প্রাচীন মুদ্রা এবং অষ্ট ধাতুর মূর্তি পাওয়া যায়।
রবীন হাজরার দাবি প্রাচীন মুদ্রাটিকে স্থানীয় সোনার দোকানে নিয়ে গেলে তারা জানায় মুদ্রাটি সোনার। তারপর থেকেই নিজের কাছে প্রাচীন মুদ্রা এবং মূর্তিটি নিজের কাছে রেখে দিযেছেন রবীন হাজরা। যদিও তার বক্তব্য সরকার চাইলে তিনি দুটো জিনিষকেই তাদের হাতে তুলে দিতে চান।