উলুবেড়িয়ায় রাস উৎসব
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- রাস পূর্নিমা, প্রস্তুত উলুবেড়িয়া। ররাসমঞ্চ সাজানোর পাশাপাশি মেলাও বসতে শুরু করেছে। উলুবেড়িয়ার শতাব্দী প্রাচীন শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি সংস্থা পরিচালিত এই রাস উৎসব এবার ৭১ বছরে পদাপর্ন করল। রাস পূর্নিমার পুজো দিয়ে রাস উৎসবের সূচনা হলেও পরিচালনা কমিটির দাবি আগামী ১৩ নভেম্বর রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায়ের হাত ধরে আনুষ্ঠানিক ভাবে উলুবেড়িয়ার রাস উৎসবের উদ্বোধন হবে।
রাস উৎসব সর্ম্পকে পরিচালন কমিটির সহ সম্পাদক শ্রীমন্ত গরানী জানান প্রতি বছর রাস চলাকালীন প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ এখানে ভীড় করে। সেই কারণে রাস মেলায় আসা মানুষদের নিরাপত্তার দিকটা মাথায় রেখে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ছাড়াও সি সি ক্যামেরার মাধ্যমে নজরাদারি চালানো হবে। এছাড়াও নিজস্ব স্বেচ্ছাসেবক মেডিকেল টিম পানীয় জলের ব্যবস্থার পাশাপাশি অগ্নিনির্বাপক ব্যবস্থা ও থাকছে। তবে রাস উৎসব চলাকালীন শহরের যানজট রুখতে যান নিয়ন্ত্রনের জন্য পুলিসকে অনুরোধ করা হয়েছে বলে জানান শ্রীমন্ত গরানী। আগামী একমাস ব্যাপি এই রাস মেলা চলবে বলে জানান শ্রীমন্ত গরানি।