হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- গত ১৫ অক্টোবর সকালে মায়ের সঙ্গে স্কুলে বৃত্তি পরীক্ষা দিতে যাওয়ার সময় ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া জগৎপুর জোড়াকলতলায় রাস্তার পাশে বাস ধরার জন্য অপেক্ষা করার সময় বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হয়েছিল মা ও মেয়ের। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল গোটা এলাকায়। ঘাতক অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি প্রায় ৪ ঘন্টা জাতীয় সড়ক আবরোধ করে রেখেছিল ক্ষুব্ধ জনতা। ঘটনার পরেই হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে ওই এলাকায় জাতীয় সড়কের দুটি লেনে একাধিক গার্ডরেল বসিয়ে যানবাহনের গতি কমানোর উদ্যোগ নেওয়া হযেছিল। পাশাপাশি এবার অ্যাম্বুলেন্স চালকদের সচেতন করার উদ্যোগ নিল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। শুক্রবার উলুবেড়িয়া নরেন্দ্র মোড়ে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ পুরস্কার বিতরনী অনুষ্ঠান মঞ্চ থেকে অ্যাম্বুলেন্স চালকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।
এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলন রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায়, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাথী ভাঙ্গালিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোর্য়াটার ) অলোকনন্দা ভাওয়াল, বিধায়ক অরুনাভ সেন, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে দুর্গা পুজোয় সেফ ড্রাইভ সেভ লাইভ থিম. ডিসপ্লে এবং সচেতনতামূলক প্রচারের পাশাপাশি মানুষকে সচেতন করার জন্য হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে উলুবেড়িয়া নোনা অ্যাথালেটিক ক্লাব, ফুলেশ্বর কোটালঘাটা নবোদয় সংঘ এবং বাগনান খালোড় যুব সঙ্ঘকে পুরস্কৃত করা হয়। পুলিশ সুপার স্বাথী ভাঙ্গালিয়া বলেন সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি জন্য বেপরোয়া অ্যাম্বুলেন্স চালানো রূখতে অ্যাম্বুলেন্স চালকদের ও সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার এই অনুষ্ঠান শুরু হলেও আগামীদিনে প্রতিটি হাসপাতালে গিয়ে অ্যাম্বুলেন্স চালকদের সচেতন করা হবে।