জগদ্ধাত্রী পুজোয় জমজমাট বাউড়িয়া

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাউড়িয়া- আজ জগদ্ধাত্রী পুজোর নবমী। হুগলীর চন্দননগর, নদিয়ার কৃষ্ণনগরের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসবের আমেজ। আলোর বন্যায় ভাসছে গ্রাম থেকে শহর। বাদ যায়নি গ্রামীণ হাওড়ার বাউড়িয়াও। প্রতিমা থেকে আলোকসজ্জা সবকিছুতেই এখানে থাকছে চমক।

বাউড়িয়া বাসুদেবপুর, সন্তোষপুর, ঘোষালচক. বুড়িখালি এলাকায় পারিবারিক ও বারোয়ারি মিলিয়ে প্রায় ৬০টির মত জগদ্ধাত্রী পুজো হয়।  ১৬ নং জাতীয় সড়কে পাঁচলা মোড় থেকে পূর্বদিকে বাউড়িয়া ষ্টেশনের দিকে যাওয়ার রাস্তার দুইপাশে থাকা বিভিন্ন এলাকায় পুজো হয়। যার মধ্যে বেশ কয়েকটি পুজো দর্শনার্থীদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। যেমন বাউড়িয়া শরৎ স্মৃতি সংঘ।  বার্বি ডলকে এবারে থিম আকারে বেছে নিয়েছে এই পুজো কমিটি। মন্ডপের বাইরে ও ভিতরে শিশুদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন আকারের বার্বি ডল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে।

বাউড়িয়া সন্তোষপুর জনকল্যান প্রতিষ্ঠান ও বায়ামাগার পুজো কমিটি এবারের এগিয়ে বাংলা থিমে তাদের মন্ডপ সাজিয়ে তুলেছে। এখানে মন্ডপের বাইরে একদিকে যেমন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি ডেঙ্গু, ম্যালেরিয়া নিয়েও মানুষকে সচেতন করা হয়েছেঅন্যদিকে সেইরকম মন্ডপের ভিতরে কন্যাশ্রী, সবুজ সাথী, রূপশ্রী, স্বাস্থ্য সাথী প্রকল্প বিভিন্ন মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

বাউড়িয়া রঘুদেবপুর বটতলা বিবেকানন্দ পল্লী পুজো কমিটির এবারের থিম আজাদি কি অমৃত মহোৎসব। ঘোষালচক বিবেকানন্দ স্মৃতি সংঘ এবার একটি মন্দিরের আদলে তাদের মন্ডপ নির্মাণ করেছে। এছাড়াও বাউড়িয়া বুড়িখালি বির্বতন, বুড়িখালি বাদামতলা নেতাজী আদর্শ ব্যায়ামাগার, বাসুদেবপুর পূর্বপাড়া নবোদয় সংঘ, বাসুদেবপুর পূর্বপাড়া জগদ্ধাত্রী উন্নয়ন সমিতি, বটতলা যুবক বৃন্দ, বাউড়িয়া ষ্টেশন রোড শান্তি সমন্বয় কমিটি, বাউড়িয়া দিশারী পুজো কমিটির প্রতিমাও মন্ডপ দর্শনার্থীদের নজর কাড়বে।

অন্যদিকে নবমীর সকাল থেকেই বাউড়িয়ার বিভিন্ন পুজো মন্ডপে দর্শনার্থীদের ভীড় লক্ষ্য করা যায়। পাশাপাশি বেশ কয়েকটি পুজো মন্ডপকে ঘিরে এলাকায় মেলাও বসেছে। অধিকাংশ পুজো কমিটির বক্তব্য ষষ্ঠী থেকে পুজো শুরু হলেও এখানে নবমীর দিন অধিকাংশ পুজো হয়। বিকেলের পর থেকেই মন্ডপগুলিতে দর্শনার্থীদের ঢল নামে।

অপরদিকে বাউড়িয়ার পাশাপাশি জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে সেজে উঠেছে উলুবেড়িয়া। এখানকার উলুবেড়িয়া শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি, নেতাজী বয়েজ ক্লাব, মৌবেশিয়া কালীতলা নতুন সমাজ পাঠাগার, ধূলাসিমলা টিম অফ ষ্পোর্টসের মন্ডপ ও প্রতিমা দর্শনার্থীদের নজর কাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *