হাওড়ায় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- ২০২১ সালে ওরা অনেক ডান্ডা দেখিয়েছিল তারপর নিজেরাই ঠান্ডা হয়ে গেছে। মঙ্গলবার আমতা বিধানসভার মানকুর গ্যারেজ মোড়ে হাওড়া গ্রামীণ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত পঞ্চায়েতি সভায় যোগ দিতে এসে এই কথা বলেন চন্দ্রিমা ভট্টাচার্য়্য। কার্যত মঙ্গলবার দুপুর থেকেই হাওড়া গ্রামীন জেলায় পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়ল। এদিনের এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক অরুনাভ সেন, বিধায়ক ডাঃ নির্মল মাজি, বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক বিদেশ বসু, বিধায়ক প্রিয়া পাল, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস সহ অন্যান্যরা।এদিনের এই সভার পর মন্ত্রী গ্রামের বেশ কয়েকটি বাড়িতে যান।  সেখানে মহিলাদের সঙ্গে কথা বলার পাশাপাশি এক মহিলার বাড়িতে বসে চা খান ও শিশুদের আদর করেন।

এদিন চন্দ্রিমা ভট্টাচার্য্য বলেন পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনকে সামনে রেখে মহিলা কর্মীদের মনোবল বৃদ্ধি করতে গ্রামে চলো সভার আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন ব্লকের নেত্রী এবং বুথ কর্মীরা যোগ দিয়েছেন। আজ দক্ষিনবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জায়গায় এই ধরনের সভার কাজ শুরু হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য্য জানান আজ বাড়ি বাড়ি ঘুরে দেখা গেছে দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপর মানুষের অগাধ আস্থা আছে। মানুষ মমতা বন্দোপাধ্যায়কে ভালোবাসে বলেই তার উপর আস্থা রেখেছে বলে দাবি করেন চন্দ্রিমা ভট্টাচার্য্য।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে চন্দ্রিমা ভট্টাচার্য্য বলেন উনি বিরোধী দলনেতা। বিরোধ করছেন কিন্তু বুঝে সুঝে করুন। সবজান্তা বিশিষ্ট বিরোধী দলনেতা এটা হয়না বলেও বিরোধী দলনেতাকে কটাক্ষ করেন চন্দ্রিমা ছট্টাচার্য্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *