কাশফুল দিয়ে বালিশ ও বালাপোশ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- কাশফুল দিয়ে বালিশ ও বালাপোশ তৈরী হতে পারে। কাশফুলকে কিভাবে ব্যাবহার করা যায় সেটা দেখতে হবে। গত বছর নভেম্বর মাসে হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে কাশফুল নিয়ে এই কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আর তারপরেই কাশফুল দিয়ে পরীক্ষামূলকভাবে বালাপোশ তৈরী করেছিল উলুবেড়িয়া চেম্বার অফ কর্মাস। আর এবার কাশফুল দিয়ে বালিশ ও বালাপোশ তৈরীর উদ্যোগ নিল সাঁকরাইল ব্লক প্রশাসন। ইতিমধ্যে প্রচুর কাশফুল সংগ্রহ করাও হয়েছে। সূত্রের খবর সংগ্রহ করা কাশফুল দিয়ে খুব শীঘ্র বালিশ ও বালাপোশ তৈরী করা হবে।
উলুবেড়িয়া চেম্বার অফ কর্মাস সূত্রে খবর প্রথমে বিভিন্ন জায়গা থেকে কাশফুল সংগ্রহ করা হয়। তারপর সেইসব কাশফুল ডাঁটি থেকে আলাদা করা হয়। পরে সেইসব ফুল রোদে শুকিয়ে বীজ আলাদা করা হয়। এরপর সেইসব ছাড়ানো কাশফুল ধুনে তা দিয়ে বালাপোশ তৈরী করা হয়। একটি বালাপোশ তৈরী করতে মোটামুটি ১ কেজি ৫০০ গ্রাম কাশফুল লাগে। আর এবার উলুবেড়িয়ার পর সাঁকরাইলে। সূত্রের খবর পুজোর আগেই ডিস্ট্রিক ইন্ডাস্ট্রিয়াল সেন্টারের উদ্যোগে প্রচুর কাশফুল সংগ্রহ করা হয়। পরে নির্দিষ্ট পদ্ধতি মেনে সাঁকরাইল ব্লকের বিডিও নাজির উদ্দিন সরকারের তত্বাবধানে সেই কাশফুল সংরক্ষন করা হয়। বিডিও নাজির উদ্দিন সরকার জানান এই বছর আমরা প্রথম কাশফুল সংগ্রহ করলাম। পরের বছর এর পরিমান আরোও বৃদ্ধি করা হবে। তিনি জানান স্বনির্ভর গোষ্ঠীগুলিকে কাশফুল দিয়ে বালিশ সহ অন্যান্য জিনিষ তৈরীর পদ্ধতি শেখানো হবে। পাশাপাশি কাশফুলের শিসগুলোকেও কাজে লাগানো হবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে কাঠি দিয়ে মাদুর বা চাটাই তৈরী করা হবে।