ছট পুজো, প্রস্তুত প্রশাসন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া-রাত পোহালেই ছট পুজো। রবিবার বিকেল থেকে বিভিন্ন নদীর ঘাটে এবং জলাশয়ে ভীড় জমাবে পূনার্থীরা। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উলুবেড়িয়া পুরসভা এলাকাতেও ছট পুজোর জন্য প্রস্তত প্রশাসন। পুরসভার বাউড়িয়া লঞ্চ ঘাট, চেঙ্গাইলের নেপালি ঘাট, ফুলেশ্বরের বিবির চড়া এবং উলুবেড়িয়া কালীবাড়ি ঘাটে রবিবার বিকেল থেকেই ভীড় জমাবে পূনার্থীরা। ইতিমধ্যে ছট পুজো উপলক্ষ্যে পুরসভার পক্ষ থেকে নদী ঘাটগুলি পরিস্কার করার পাশাপাশি ব্লিচিং ছড়ানো হয়েছে। উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস এবং ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান জানান প্রতি বছরের মত এই বছরেও পুরসভার পক্ষ থেকে সবরকম ব্যাবস্থা নেওয়া হয়েছে। ঘাটগুলি পরিস্কার করা, পর্যাপ্ত আলো লাগানো, অস্থায়ী শৌচালয় নির্মান করা ছাড়াও রবিবার বিকেল থেকে সোমবার সকাল পর্যন্ত প্রতিটি ঘাটে পুরসভার সাফাই কর্মীরা এবং মেডিকেল টিম উপস্থিত থাকবেন।
অন্যদিকে ছট পুজোর প্রস্ততি সর্ম্পকে হাওড়া গ্রামীণ জেলার অতিরিক্ত পুলিস সুপার ( হেড কোয়ার্টার) অলোকনন্দা ভাওয়াল জানান প্রতিটি ঘাটে পর্যাপ্ত পুলিস থাকা ছাড়াও প্রতিটি ঘাটে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা থাকবেন। তবে নদীতে বান ডাকার সময় সকলকে নদীতে না নামার পরামর্শ দেন অতিরিক্ত পুলিস সুপার অলোকনন্দা ভাওয়াল।