সিলিন্ডার থেকে গ্যাস লিক, অগ্নিদগ্ধ ১১

Spread the love

নিজস্ব সংবাদদাতা, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়াঃ বাড়ির নতুন গ্যাস সিলিন্ডারের মুখ থেকে গ্যাস লিক করে আগুনে অগ্নিদগ্ধ হল ১১ জন। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে শ্যামপুর থানার বাছরি গ্রাম পঞ্চায়েতের আড়গড়ি গ্রামে। আহতদের মধ্যে ৬ জন উলবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বাকি ৫ জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে বুধবার সন্ধ্যায় অগ্নিদগ্ধদের দেখতে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে আসেন রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায়। তিনি আহতদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন। পাশাপাশি আশঙ্কাজনকদের কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তির ব্যাবস্থা করে দেন।

 পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার আড়গড়ি গ্রামের বাসিন্দা অশোক মন্ডল একটা গ্যাসের সিলিন্ডার বুক করেছিলেন। বুধবার দুপুরে গ্যাস সংস্থার পক্ষ থেকে এক কর্মী গ্যাসের সিলিন্ডার বাড়িতে নিয়ে আসেন। কিন্তু গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস বের হওয়ার গন্ধ পান অশোক বাবু। তিনি সংস্থার কর্মীকে বিষয়টি জানান। ওই কর্মী গ্যাস সিলিন্ডারটাকে বাড়ির বাইরে নিয়ে আসে এবং স্ক্রু ড্রাইভার দিয়ে সারানোর চেষ্টা করেন। 

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য সেই সময় তীব্র আকারে গ্যাস বের হতে থাকে। কিছুটা দূরেই ছিল রান্নাঘর। রান্নার কাজ শেষ হলেও তখনও উনানে আগুন ছিল। আর উনানের সেই আগুন পেয়ে গ্যাস দাউ দাউ করে জ্বলতে থাকে। মুহূর্তের মধ্যেই রান্নাঘর আগুনের গর্ভে চলে যায় এবং সেখান থেকে আগুন পুনরায় ছড়িয়ে পড়তে থাকে। সেই সময় বাড়ির সামনেই পরিবারের লোকেরা ছিলেন। তারা জ্বলন্ত আগুনে দগ্ধ হয়ে যায়। তাদের কাপড়ে আগুন লেগে যায়।

 এরপর আরো কয়েকজন ছুটে আসেন। কিন্তু আগুন জ্বলতে দেখে কেউ আর এগোতে পারেনি এবং গ্যাস সিলিন্ডারটিও সরতে পারেনি। এইভাবে প্রায় মিনিট ২০ চলতে থাকে। এদিকে ততক্ষণ ে বাড়ির সদস্যরা কেউ পুকুরে ঝাঁপ দিয়ে বা কেউ মাটিতে গড়াগড়ি করে আগুন নেভায়। কিন্তু গ্যাস সিলিন্ডার ততক্ষণও জ্বলতে থাকে। খবর পেয়ে অশেষ স্থানীয় এক সিভিক ভলেন্টিয়ার প্রাণের ঝুঁকি নিয়ে গ্যাস সিলিন্ডারটিকে পুকুরে নিয়ে গিয়ে ফেলে।  এরপর আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে ঝুমঝুমি গ্রামীণ হাসপাতাল পরে সেখান থেকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *