শ্যামপুরে থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা শিবির

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া – দিন কয়েক আগে শ্যামপুরের মনিরামপুরের যুবক,যুবতী থেকে গৃহবধূরা থ্যালাসেমিয়া নামক জিনঘটিত রোগ নির্মূল করতে গ্রামে লাগাতার প্রচার অভিযানে নেমেছিল। তবে শুধু প্রচার করেই ক্ষান্ত থাকেনি তারা। রক্তকরবী নামে এক সংগঠনের আহবানে সাড়া দিয়ে বাসন্তী বেরা, সুদীপ ঘোড়ুই, দীপঙ্কর ঘোড়ুইরা মঙ্গলবার মণিরামপুরে আয়োজন করেছিল থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা শিবিরের। রক্তকরবীর উদ্যোগে ও স্থানীয় মনিরামপুর আমরা ক’জন ক্লাবের ব্যবস্থাপনায় এই শিবিরে ১০০ জন তরুণ তরুণী থ্যালাসিমিয়া বাহক পরীক্ষা করায়।

পরীক্ষা শিবিরের পাশাপাশি থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আলোচনা করেন আমড়দহ গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্ত পাত্র, রক্তকরবীর সম্পাদক শাশ্বত পাড়ুই, নিলাদ্রী ঘোষ, শতাব্দী বেরা, উলুবেড়িয়া থ্যালাসেমিয়া ইউনিটের সুহিতা মাইতি, মণিরামপুর আমরা ক’জন ক্লাবের সম্পাদক সুদীপ ঘোড়ুই সহ বিশিষ্টরা। এদিন এই অনুষ্ঠানের পাশাপাশি একটি রক্তদান শিবিরের আয়োজন ও করা হয়। রক্তদান শিব৩১ জন রক্তদান করেন।

রক্তকরবীর সম্পাদক শাশ্বত পাড়ুই বলেছেন, আমরা থ্যালাসেমিয়া মুক্ত পৃথিবীর সঙ্কল্প নিয়েছি। এই লক্ষ্যে ধারাবাহিকভাবে থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা শিবির করতে উদ্যোগ নিয়েছি। মণিরামপুর আমরা ক’জন ক্লাব অন্ধকার দূর করতে যেভাবে এগিয়ে এসেছে অভিনন্দনযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *