কুলিয়া বাঁশের সেতু তৈরী হল
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- দিন কয়েক আগে আমতা ২ নং ব্লকের দীপাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগকারী বাঁশের সেতু ভেঙে গিয়েছিল। দূর্ভোগে পড়েছিল দীপাঞ্চলের কয়েক হাজার বাসিন্দা। আর বাঁশের সেতু ভেঙে যাওয়ার দিন কুড়ির মধ্যেই ফের চালু হল । সোমবার সেতু দিয়ে যাতায়াত শুরু হয়েছে।
জানা গেছে গত ৬ অক্টোবর ভোরে দুর্গাপুর ব্যারেজের ছাড়া জলের চাপে বাঁশের সেতুটি ভেঙে যায়।। মুণ্ডেশ্বরী নদীর উপরে থাকা এই বাঁশের সেতুটি ভেঙে যাওয়ায় ব্যাপক সমস্যায় পড়েন হাওড়ার দীপাঞ্চলের প্রায় ৭০ হাজার মানুষ। সমস্যা সমাধানে নৌকা করে নদী পারাপার করতে থাকে বাসিন্দারা। অবশেষে বাঁশের সেতুটি সারান হল। আমতা দু’নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা দীপাঞ্চলের বাসিন্দা মানিক দেলোয়ার মিদ্দে বলেন দীপাঞ্চলের মানুষের একটাই দাবি যত দ্রুত সম্ভব পাকা তৈরি করুক প্রশাসন। আমরা অবশ্য উদ্যোগীও রয়েছি পাকা সেতু করার ব্যাপারে।