কালী পুজো, থিমের মোড়কে বাগনান

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- কোভিডের জেরে বিগত দু’বছর উৎসবের উদ্যমে ভাটা পড়েছিল। অনেক পুজো কমিটিকেই কোনোরকমে পুজো সারতে হয়েছিল। তবে এবার আর তা নয়, এবার নব উদ্যমে লেগে পড়েছে বাগনানের বিভিন্ন পুজো কমিটি। কালীপুজোর জন্য বারাসাত, তমলুকের নাম বাংলাজোড়া। তবে পিছিয়ে নেই বাগনানও। বাগনান শহর জুড়ে নানা থিমের ছোঁয়া। কোথাও শিল্পীর ভাবনায় উঠে এসেছে পাখির স্বাধীনতা, আবার কোথাও বা মাটির টানে কুমোর পাড়ার দৈন্দিন চিত্র উঠে এসেছে।

বাগনানের খাদিনান বিবেকানন্দ সঙ্ঘে এবার বাঁকুড়ার পোড়ো বাড়িকে থিম হিসাবে তুলে ধরা হয়েছে। শিশুরাই দেশ ও সমাজের ভবিষ্যৎ। সেই ভাবনাকে প্রাধান্য দিয়েছে বাগনান শক্তি সংঘ ও নবাসন শিশু সংঘ। আবার বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্পকে তুলে ধরেছে বাইনান মিলন তীর্থ ক্লাব। বাইনান শীতলাতলা যুবকবৃন্দের ভাবনায় উপস্থাপিত হয়েছে সহজপাঠ। অন্যদিকে এবার শতবর্ষে সকলকে কার্যত তাক লাগিয়ে দিয়েছে বাগনানের বাঙালপুর বয়েজ ক্লাব। এবার শতবর্ষে তাদের ভাবনা ‘মাটির টানে’। মন্ডপে কুমোর ও মৃৎশিল্পীদের জীবনযাপনকে যেমন তুলে ধরা হয়েছে, তেমনই পোড়ামাটির শিল্পকর্মকেও তুলে ধরা হয়েছে। পাশাপাশি চন্দননগরের আলোয় সেজে উঠছে মন্ডপ চত্বর। এই মন্ডপ দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। রবিবার এই পুজোর উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। উপস্থিত ছিলেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী, বাগনানের বিধায়ক অরুণাভ সেন সহ অন্যান্যরা।

অন্যদিকে, মুরালীবাড় নাইস ক্লাবের ভাবনায় উঠে এসেছে সাঁওতাল গ্রাম। টায়ার, টিউব দিয়ে তৈরি তাঁদের প্রতিমা। মন্দিরের আদলে বাগনান অগ্রদূত সঙ্ঘের মন্ডপ। আন্টিলা যুবশক্তি সঙ্ঘের মন্ডপ ওম নমঃ শিবায়, ছয়আনি গুজরাট উত্তর পাড়া অমর সঙ্ঘের ভাবনা দশমহাবিদ্যা, বাকসি এরিয়ান্স ক্লাবে একটি মন্দিরের আদলে মন্ডপ, চন্দ্রভাগ মায়ের সন্তান ক্লাবেও দর্শনার্থীরা দেখতে পাবেন একটি মন্দিরের আদলে মন্ডপ। এছাড়াও দর্শনার্থীদের মন কারবে বাগনান ইয়ং স্টারস, বাগনান আবাহনী, ছয়আনি গুজরাট উত্তর পাড়া যুবক সঙ্ঘ, খাদিনান আমরা কজন, টেঁপুর রায় পাড়া শ্যামা পূজা কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *