শ্যামপুরে গৃহবধূকে খুনের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামী রবিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শ্যামপুর থানার শিবগঞ্জে। মৃত গৃহবধূর নাম স্মৃতিকণা সামন্ত। অভিযুক্তের নাম তন্ময় সামন্ত। মৃত গৃহবধূর বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে শ্যামপুর থানার পুলিস অভিযুক্ত তন্ময় সামন্তকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধেএকাধিক ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে শ্যামপুর থানার পুলিস।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গেছে শ্যামপুরের ডিঙাখোলা পাঁজা পাড়ার বাসিন্দা স্মৃতিকণার সঙ্গে পেশায় সিভিক ভলেন্টিয়ার তন্ময় সামন্তের প্রেমের সর্ম্পক ছিল। দুজনের এই সর্ম্পক প্রথমে তাদের বাড়ি থেকে বিষয়টি মেনে না নিলেও পরে সেটা মেনে নেয় এবং এক বছর তিন মাস আগে তাদের বিয়ে হয়। গৃহবধূর পরিবারের অভিযোগ বিয়ের সময় পাত্রপক্ষের দাবি মত সোনার গয়না, আসবাবপত্র দিলেও বিয়ের কয়েক মাস পর থেকেই স্মৃতিকণার শশুরবাড়ির লোকেরা তার কাছে টাকার দাবি করতে শুরু করে । অভিযোগ শশুরবাড়ির দাবিমত স্মৃতিকণা বাপের বাড়ি থেকে টাকা আনতে না পারলে তার উপরে শারীরিক ও মানসিক নির্যাতন করত। শশুরবাড়ির অত্যাচারে মাস খানেক আগে স্মৃতিকণা বাপের বাড়ি চলে আসে।যদিও পরে শশুরবাড়ির লোকেরা বুঝিয়ে তাকে নিয়ে গিয়েছিল। স্মৃতিকণার বাবা তাপস গুড়িয়া জানান বৃহস্পতিবার জানতে পারি মেয়ে গলায় দড়ি দিয়েছে। মেয়েকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও পরে সেখানে গিযে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পাই। তিনি অভিযোগ করেন টাকার দাবিতে শশুরবাড়ির লোকেরা তাকে মেরে টাঙিয়ে দিয়েছে।