ফুলেশ্বরে ১৬ নং জাতীয় সড়ক অবরোধ বিজেপির

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- ২০১৪ এর টেট পাশদের আন্দোলনে সরগরম রাজ্য। বৃহস্পতিবার গভীর রাতের অন্ধকারে করুণাময়ীতে আন্দোলনরত চাকরি প্রার্থীদের আন্দোলন তুলে দিয়েছে পুলিশ। আর এই ঘটনাকে ঘিরেই শুক্রবার সকাল থেকেই সরগরম রাজ্য রাজনীতি। চাকরি প্রার্থীদের উপর পুলিশি ‘হামলা’র প্রতিবাদ রাজ্য জুড়ে আন্দোলনে সামিল হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি।

সেইরকম শুক্রবার বিকালে উলুবেড়িয়ার মনসাতলা এলাকার কাছে ১৬ নং জাতীয় সড়ক অবরোধ করে হাওড়া গ্রামীণ জেলা বিজেপির কর্মীরা। জাতীয় সড়কের দু’টি লেনের উপর উঠে বসে পড়েন অবরোধকারীরা। কেউবা আবার দলীয় ঝান্ডা নিয়ে রাস্তার উপর শুয়েও পড়েন। অবরোধকারীদের অভিযোগ, বাংলা জুড়ে দুর্নীতি চলছে। আর রাতের অন্ধকারে পুলিশ দিয়ে যোগ্য চাকরি প্রার্থীদের উপর হামলা চালানো হচ্ছে। ঘটনাস্থলে আসে পুলিশ। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সামিল হয়েছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি অরুণ উদয় পালচৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *