জোড়াকলতলায় পথ দূর্ঘটনায় মৃতদের পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- গত শনিবার সকালে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়ার জগৎপুরের জোড়াকলতলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল অর্পনা পারাল এবং ছোট মেয়ে টুসি পারালের। মঙ্গলবার দুজনের শ্রাদ্ধনুষ্ঠান ছিল। আর এদিন এই অনুষ্ঠানের মাঝেই প্রশাসনের পক্ষ থেকে সুবীর পারালের হাতে ৪ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল। মঙ্গলবার সকালে উলুবেড়িয়া জগৎপুর জোড়াকলতলায় মৃতদের বাড়িতে যান বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়ার মহকুমা শাসক শমীক কুমার ঘোষ, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্যরা। এদিন প্রশাসনের পক্ষ থেকে সুবীর পারালের হাতে ২ লক্ষ টাকার ২টি চেক তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত গত শনিবার সকালে মা অর্পনা পারালের সঙ্গে বাগনানে বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছিল বাগনান আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের চতূর্থ শ্রেনীর ছাত্রী টুসু পারাল। এদিন সকালে মা ও মেয়ে ১৬ নং জাতীয় সড়কের পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকার সময় সকাল ৬টা ৩০ নাগাদ কোলাঘাটমুখী যাওয়া একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রন হারিয়ে মা ও মেয়ের পাশাপাশি এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। দুর্ঘটনায় সাইকেল আরোহী গুরুতর আহত হলেও মা ও মেয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দেওয়ার পাশাপাশি জোড়াকলতলায় একটি ফুট ওভার ব্রীজ নির্মানের দাবিতে প্রায় ৪ ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে। পরে পুলিসের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।