উলুবেড়িয়ায় ব্যাঙ্কে বিক্ষোভ মহিলাদের
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের টাকা তুলতে গেলে টাকা তুললেও দেওয়া হচ্ছেনা। এই অভিযোগে সোমবার সকালে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের হাটতলা শাখার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালো মহিলারা। পাশাপাশি ব্যাঙ্কের ম্যানেজারকে ঘিরেও এদিন বিক্ষোভ দেখায় মহিলারা। প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ চলার পর পুলিস ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে।
জানা গেছে উলুবেড়িয়া ২ নং ব্লকের বানীবন হাটতলায় পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের শাখায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অ্যাকাউন্ট আছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অভিযোগ ব্যাঙ্কে তাদের জমানো টাকা তুলতে গেলেও দীর্ঘদিন ধরে সেই টাকা তুলতে পারছেন। মহিলাদের অভিযোগ দীর্ঘ ৪/৫ বছর এই সমস্যা হলেও সমাধান না হওয়ায় বাধ্য হয়ে আজ ব্যাঙ্কে তালা দিয়ে দেওয়া হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্য সন্তোষী দত্ত জানান দীর্ঘ ৫ বছর ধরে এই সমস্যা নিয়ে ব্যাঙ্কের ম্যানেজারের সঙ্গে কথা বলতে গেলেও তিনি আমাদের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে চাননা। তিনি বলেন ব্লকের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির সঙ্গে কথা বলতে হবে। সন্তোষী দত্ত অভিযোগ করেন ব্লক থেকে নির্ধারিত প্রতিনিধিদের কাছে গেলে তারা টাকা ছাড়া কোন কাজ করতে চায়না। যদিও তার দাবি তাদের সমস্যর কথা শোনার পর ব্যাঙ্ক কৃর্তপক্ষ আমাদের কথা মেনে নিয়েছেন। যদিও এই ব্যাপারে ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোন মন্তব্য করতে চাননি।