উলুবেড়িয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘেরাও
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- একাধিক অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোমবার সকালে উলুবেড়িয়া উত্তর চক্রের ভেটপোতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ দেখাল অভিভাবকেরা।প্রায় একঘন্টা বিক্ষোভ চলার পর প্রধান শিক্ষক বিশ্বনাথ খামরুই অভিভাবকেদর নিযে মিটিং ডাকার আশ্বাস দিলে প্রধান শিক্ষক ঘেরাও মুক্ত হয়।স্থানীয় সূত্রে খবর ভেটপোতা প্রাথমিক বিদ্যালয়ে ৮০জন ছাত্রছাত্রী ছাড়াও ৪ জন শিক্ষক শিক্ষিকা আছে।অভিভাবকেদর অভিযোগ অধিকাংশ দিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সকালে অনেক দেরীতে বিদ্যালয়ে আসেন।এমনকি বিদ্যালয়ে আসার পর ক্লাসে গেলেও তারা মোবাইলে নিয়ে ব্যাস্ত থাকেন।তাদেরঅভিযোগ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মিডডে মিলের যে খাবার দেওয়া হয় সেটাও অত্যন্ তনিম্নমানের।অভিভাবকদের অভিযোগ এই ব্যাপারে দীর্ঘদিন প্রধান শিক্ষককে এই ব্যাপারে অভিযোগ জানালেও কোন সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে আজ আমরা বিদ্যালয় ঘেরাও করেছি।প্রায় একঘন্টা পর বিদ্যালয়েরপ্ রধান শিক্ষক বিশ্বনাথ খামরুই এক সপ্তাহের মধ্যে মিটিং ডাকার প্রতিশ্রুতি দিলে ঘেরাও ওঠেএবং বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হয়।