তুলসীবেড়িয়ায় চোলাইয়ের ঠেকে পুলিশ ও আবগারি হানা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- উলুবেড়িয়া ২ নং ব্লকের তুলসীবেড়িয়ায় একাধিক গ্রামে দীর্ঘদিন ধরেই রমরমিয়ে চোলাই মদের ব্যবসা চলছে। ফলে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। গ্রামে চোলাই মদ বিক্রি বন্ধ করতে গত সোমবার চোলাইয়ের ঠেকে তুলসীবেড়িয়া মহিলা সমিতি এবং গ্রামের মহিলারা অভিযান চালিয়ে প্রচুর পরিমানে চোলাই নদ নষ্ট করেছিল। যদিও তাতেও গ্রামে চোলাই বিক্রি বন্ধ করা যায়নি। আর গ্রামে বেআইনি চোলাই মদ বিক্রি বন্ধে বৃহস্পতিবার রাজাপুর থানার পুলিশ এবং আবগারি দপ্তর একযোগে হানা দিল তুলসীবেড়িয়ার একাধিক গ্রামে। পুলিশ প্রশাসন সূত্রে খবর এদিনের এই অভিযানে ২৮০ লিটারের বেশী চোলাই মদ উদ্ধার এবং নষ্ট করা হয়েছে।
অন্যদিকে গ্রামে বেআইনিভাবে চোলাই মদ বিক্রি করার অভিযোগে এদিন পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। এদিকে বৃহস্পতিবার গ্রামে পুলিশ ও আবগারি অভিযানে খুশী মহিলারা। তুলসীবেড়িয়া মহিলা সমিতির সম্পাদিকা কল্যানী পালুই জানান এদিন গ্রামের মহিলারা পুলিশের সঙ্গে সহযোগিতা করে ঘর থেকে চোলাই মদ বাইরে বের করে দিয়েছে। তিনি জানান গত সোমবার আমরা অভিযান চালিয়ে চোলাই নষ্ট করার পর আজ পুলিশ ও আবগারি যৌথ অভিযান চালিয়ে চোলাই নষ্ট করেছে।