আমতায় লক্ষী পেঁচা উদ্ধার

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- গ্রামের পুকুরে পেতে রাখা জালে জড়িয়ে পড়ে আহত হওয়া একটি পর্নবয়স্ক লক্ষী পেঁচাকে উদ্ধার করল বাগনানের বাসিন্দা পরিবেশ কর্মী চিত্রক প্রামানিক। জানা গেছে মঙ্গলবার সকালে আমতা বিধানসভার বাইনান বেড়া বাঁধেলাকার একটি পুকুরের উপরে জাল পাতা ছিল। সেই জালে একটি পূর্নবয়স্ক লক্ষী পেঁচা আটকে পড়ে। বিষয়টি স্থানীয় বাসিন্দা কিংশুক হাজরা ও অম্বর চক্রবর্তীর নজরে আসলে তারা পরিবেশকর্মী চিত্রক প্রামানিককে খবর দেন। পরে চিত্রক প্রামানিক ও  সুমন্ত দাস এলাকায় পৌছে পুকুরে নেমে জাল কেটে পেঁচাটিকে উদ্ধার করে।

চিত্রক জানান জালে জড়িয়ে পেঁচাটি মারাত্মক আহত হয়েছিল। আমি পেঁচাটিকে আমি বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা করি। ওকে সুস্থ করার পর ওর এলাকায় ছেড়ে দিই। চিত্রক জানান পেঁচা পক্ষীকূলের মধ্যে এক অসাধারন পাখি। বর্তমানে পুকুর খাল বাগানে বেআইনিভাবে লাইলন জাল দেওয়ার ফলে সেই জালে আটকে বহু পাখির মৃত্যু ঘটছে। চিত্রক জানান আমাদের এলাকায় সাধারনত কুটুরে পেঁচা, লক্ষী পেঁচা, কন্ঠী নিম পেঁচা, ভুতুম পেঁচা, কাল পেঁচা দেখা যায়। চিত্রক জানান গত এক বছরে আমি ছোট বড় মিলিয়ে ৫০টি পেঁচা উদ্ধার করেছি। তিনি জানান পেঁচাকে বাঁচানোর জন্য আমরা ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান করেছি। তবে এখনোও যদি ওই ব্যাপারে সচেতনতা বৃদ্ধি না হয় তাহলে অচিরেই প্রকৃতি এই সুন্দর পাখিটি বিলুপ্তির হয়ে যাবে।

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *