জয়পুরে বিশেষ চাহিদা সম্পন্ন তরুনীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ব্যাক্তি


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, জয়পুর- এক বিশেষ চাহিদা সম্পন্ন তরুনীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যাক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যাক্তির নাম স্বপন বাগ (৫৫)। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় জয়পুর থানার কাশমলি গ্রাম পঞ্চায়েতের খড়িগেড়িয়া গ্রামে। ঘটনায় তরুনীর পরিবারের অভিযোগের ভিত্তিতে জয়পুর থানার পুলিস অভিযুক্ত স্বপন বাগকে গ্রেপ্তার করেছে। ধৃতকে মঙ্গলবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।


স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার লক্ষী পুজোর দিন খড়িগেড়িয়া গ্রামে লক্ষী পুজোর আয়োজন হয়েছিল। সেখানে মাইক সেট ভাড়া দিযেছিল স্বপন বাগ। জানা গেছে সেদিন বাড়িতে কেউ না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন ওই তরুনী কলে জল আনতে গেলে স্বপন বাগ তাকে জাপটে ধরে জোর পূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর তরুনীর চিৎকার করলে আশপাশের লোকেরা ছুটে আসলে অভিযুক্ত এলাকা থেকে পালিয়ে যায়। পরে তরুনীর পরিবার বাড়ি ফিরলে তরুনী ইশারায় বিষয়টি সদস্যদের জানালে তারা অভিযুক্তের নামে জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরে সোমবার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। তরুনীর পরিবারের অভিযোগ তরুনী কথা বলতে না পারায় অভিযুক্ত স্বপন বাগ ভেবেছিল তার কিছু হবেনা। যদিও আমরা বাড়ি ফিরতে সে ইশারায় আমাদের সব কথা বলে। আর এরপরেই আমরা পুলিশে অভিযোগ করি।
