তুলসীবেড়িয়া গ্রামে চোলাইয়ের ঠেক ভাঙলো মহিলারা

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- উলুবেড়িয়ার তুলসীবেড়িয়া গ্রামের শিবতলা, বাসষ্ট্যান্ড, সরদারপাড়া এবং কালিদহ পাড়ায় দীর্ঘদিন ধরেই চোলাই মদের রমরমা ব্যবসা চলছে। আর এই কারণে এলাকার পরিবেশ নষ্টের পাশাপাশি মাঝে মধ্যেই অশান্তির ঘটনা ঘটছে। চোলাইয়ের ব্যবসা বন্ধ করতে পুলিসের পাশাপাশি গ্রামের মহিলারা মাঝে মধ্যে চোলাইয়ের ঠেকে অভিযান চালালেও গ্রামে চোলাইয়ের ঠেক কোনভাবেই বন্ধ করা যাচ্ছেনা। গ্রামে চোলাইয়ের রমরমা ব্যবসা কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার মানুষ। আর গ্রামে চোলাইয়ের এই ব্যবসা বন্ধ করতে সোমবার বিকালে তুলসীবেড়িয়া মহিলা সমিতি এবং গ্রামের মহিলারা একযোগে চোলাইয়ের ঠেকে অভিযান চালিয়ে প্রচুর পরিমানে চোলাই নষ্ট করে।

এই বিষয়ে তুলসীবেড়িয়া মহিলা সমিতির সম্পাদিকা কল্যানী পালুই জানান গ্রামের ৪টি জায়গায় প্রতিদিন সকাল থেকে রাত অবধি রমরমিয়ে চোলাইয়ের ব্যবসা চলায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা মহিলারা এই ব্যাপারে নিয়মিত মানুষকে সচেতন করলেও কোনভাবেই এই চোলাইয়ের ঠেক বন্ধ করা যাচ্ছেনা। তিনি জানান চোলাইয়ের ঠেক বন্ধ করার জন্য পুলিসের পাশাপাশি আমরাও মাঝে মধ্যে অভিযান চালানোর পর কিছুদিন বন্ধ থাকে তারপর আবার পুনরায় ব্যবসা শুরু হযে যায়। তিনি জানান সোমবার গ্রামের মহিলাদের সাথে আমরা অভিযান চালিয়ে চোলাই নষ্ট করেছি। আগামীদিনে আবার ও এইরকম অভিযান চালানো হবে বলে জানান কল্যানী পালুই।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *